আজ রাতেই যোগ হবে 'লিপ সেকেন্ড'
২০১৫ সালের ৩০ জুন একটি বিশেষ দিন। এদিন মধ্যরাতে পৃথিবীর পারমাণবিক ঘড়িটিতে অতিরিক্ত একটি সেকেন্ড যোগ করা হবে। একে বলা হয় ‘লিপ সেকেন্ড’।
লিপ সেকেন্ড বিষয়টা অনেকটা লিপ ইয়ারের মতো। তবে লিপ ইয়ারের ক্ষেত্রে যেখানে অতিরিক্ত একটা দিন যোগ করা হয় সেখানে লিপ সেকেন্ডের ক্ষেত্রে অতিরিক্ত একটা সেকেন্ড যোগ করা হবে। লিপ ইয়ারের অতিরিক্ত দিনটি যোগ করা হয় ৪ বছর পর পর আর লিপ সেকেন্ড যোগ করা হয় সাধারণত দেড় বছর পর পর।
অন্যান্য দিন ঘড়ি ২৩:৫৯:৫৯ মিনিট থেকে ০০:০০:০০ মিনিটে যায় এবং নতুন দিন শুরু হয়। কিন্তু লিপ সেকেন্ড যোগ করার দিনে ২৩:৫৯:৫৯ মিনিট থেকে ২৩:৫৯:৬০ বেজে তারপর ০০:০০:০০ বাজবে এবং নতুন দিন শুরু হবে।
লিপ ইয়ারের মূল কারন পৃথিবীর বার্ষিক গতি, অপরদিকে লিপ সেকেন্ডের মূল কারন পৃথিবীর আহ্নিক গতি। পৃথিবী কিন্ত ঠিক ঠিক ৩৬৫ দিনে সূর্যকে প্রদক্ষিণ করে না বরং করে ৩৬৫ দিন ৬ ঘন্টায়। ফলে বছর ঠিকই ৩৬৫ দিনে রেখে চার বছর পর ৬×৪=২৪ ঘন্টা অর্থাৎ এক দিন যোগ করা হয় (ফেব্রুয়ারি মাসের ২৯ তারিখ)।
আজ রাতেই যোগ হবে 'লিপ সেকেন্ড'
Reviewed by Thailand Life
on
2:14 PM
Rating:
No comments: