FB সেলিব্রিটি শিশুকে কিমের উপহার

আট মাসের শিশু এখন ফেসবুকে সেলিব্রিটি। তার মন ভোলানো নীল চোখ, দীর্ঘ চোখের পাতা, মিষ্টি হাসি সবেতেই গুণমুগ্ধ তার ফেসবুকের লক্ষাধিক ভক্ত। ছবির শেয়ার ইতোমধ্যেই ১০ হাজারেরও বেশি। ক্রেজ এতটাই যে সুদূর আমেরিকা থেকে তার বাড়িতে এসেছে উপহার। পাঠিয়েছেন হলিউড স্টার কিম কার্দাশিয়ান।


অস্ট্রেলিয়ার ব্রিসবেনের দম্পতি ফোর্টাফি ও শানা এভারের আট মাসের সন্তান ইজিপ্ট। হলিউড স্টার কিম কার্দাশিয়ানের কিডস ব্র্যান্ডের একটি টুপি মাথায় ইজিপ্টের ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন ফোর্টাফি। ছবিটি চোখে পড়ে কিম ও তাঁর বোনের। এরপর তাঁরা ছবিটি রিপোস্ট করেন। আর সেখানে লিখে দেন, 'আমরা ফোর্টাফির ছোট্ট শিশুকে স্পট করেছি, যে কার্দাশিয়ান কিডস টুপি পড়ে রয়েছে।'

এরপরই চড়চড় করে লাইক পড়তে শুরু করে ওই শিশুর ছবিতে। বাড়তে থাকে শেয়ার। এখনও পর্যন্ত প্রায় দেড় লাখ লাইক পড়েছে ইজিপ্টের ছবিতে। ইজিপ্টের প্রশংসায় হুড়মুড়িয়ে পড়তে থাকে কমেন্ট। 'মেয়ের ছবি এরকম প্রতিক্রিয়া পাওয়ায় আমরা রোমাঞ্চিত', বলছেন গর্বিত বাবা ফোর্টাফি।

সন্তানের জন্য বাড়ি বয়ে আসা কিম কার্দাশিয়ানের উপহার আরও সারপ্রাইজ করেছে ফোর্টাফি দম্পতিকে। সেখানে তাঁদের উদ্দেশে লেখা ছিল একটি চিঠিও। 'প্রিয় শানা, ফোর্টাফি ও আপনাদের সুন্দর সন্তান, আশা করি কার্দাশিয়ান কালেকশনের এই নতুন কিছু জিনিস আপনাদের পছন্দ হবে।'
FB সেলিব্রিটি শিশুকে কিমের উপহার FB সেলিব্রিটি শিশুকে কিমের উপহার Reviewed by Thailand Life on 7:34 AM Rating: 5

No comments:

Powered by Blogger.