সেক্স করবেন? উদ্ভট আইনে শেখাচ্ছে সরকার!

যৌনতার ব্যাখ্যা ব্যক্তিবিশেষে পৃথক। কারোর কাছে উদ্দাম তো কারোর কাছে নির্লিপ্ত। কিন্তু, ব্যক্তি ছাড়াও রাষ্ট্রেরও যৌনতা সম্পর্কিত বিশেষ চাহিদা রয়েছে। পৃথিবীর এমন কিছু দেশ আছে, যেখানে যৌনতার উপর বেড়ি পরিয়ে রেখেছে। চমকে ওঠার মতো উদ্ভট সব নিয়মের জালে নিয়ন্ত্রণ করার চেষ্টা যৌনতার স্বাভাবিক আবেগে।


এমনই ৫টি উদ্ভট রাষ্ট্রীয় যৌন আইন –

মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিলভিল শহরে মহিলারা স্তন ঢাকতে কোনও অন্তর্বাস পরেন না। কারণ তাঁরা মনে করেন, স্তন একজন নারীর শরীরের সবচেয়ে আকর্ষণীয় অংশ এবং তা ঢাকা উচিত নয়।

কলোম্বিয়ার প্রচলিত নিয়ম হল বর-বউয়ের ফুলশয্যার রাতে উপস্থিত থাকবেন কনের মা। প্রথম মিলন প্রত্যক্ষ করবেন তিনি।

ইন্দোনেশিয়ায় হস্তমৈথুন নিষিদ্ধ। হস্তমৈথুন করতে গিয়ে কেউ ধরা পড়লে, তাঁর হাজতবাস নিশ্চিত।

বলিভিয়ায় কোনও পুরুষ একজন মহিলা ও তাঁর কন্যার সঙ্গে যৌন সম্পর্ক রাখতে পারেন। তা বেআইনি বলে মানা হবে না।

উরুগুয়েতে স্ত্রী’কে পরকীয়ার সময় হাতেনাতে ধরতে পারলে, স্ত্রী ও তাঁর প্রেমিককে খুন করতে পারেন স্বামী। এবং তা আইনত।

সেক্স করবেন? উদ্ভট আইনে শেখাচ্ছে সরকার! সেক্স করবেন? উদ্ভট আইনে শেখাচ্ছে সরকার! Reviewed by Thailand Life on 8:47 PM Rating: 5

No comments:

Powered by Blogger.