চিত্রনায়িকা মৌসুমী হাত নাড়ছেন জনগনের উদ্দেশে এমন একটি ছবি সম্প্রতি চোখে পড়ছে অনেকেরই। ‘লিডার’ চলচ্চিত্রে এমন দৃশ্যেই দেখা গেছে চিত্রনায়িকা মৌসুমীকে। ২০১৬-র ১ ফেব্রুয়ারি থেকে চিত্রধারণের কাজ শুরু হয় এ সিনেমাটির। নন্দিত নির্মাতা তারেক মাসুদের সহকারী দিলশাদুল হক শিমুল নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করলেন এ চলচ্চিত্রটির মাধ্যমে। সম্প্রতি পেরুলো এটি পেরুলো সেন্সরের সীমানাও।
চলচ্চিত্রটিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস। আরও আছেন আহমেদ শরীফ, শহীদুল আলম সাচ্চু, মতিন রহমানসহ জনপ্রিয় অভিনেতাদের অনেকেই।
সমকালীন রাজনীতিভিত্তিক চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা গ্লিটজকে বলেন, “আমাদের দেশের মানুষ রাজনৈতিক সচেতন। রাস্তার পাশের চায়ের দোকান থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবাই রাজনীতির উচিৎ-অনুচিৎ নিয়ে কথা বলে। টিভির সব অনুষ্ঠান দর্শক না পেলেও রাজনৈতিক টকশো রাত জেগে দেখে দর্শক। আমাদের চলচ্চিত্রে যতবার রাজনীতি এসেছে ততবার দর্শক সাড়া দিয়েছে। কিন্তু, কেন যেন রাজনৈতিক চলচ্চিত্র খুব কম হয়!”
এমন উপলব্ধিই নির্মাতাকে ‘লিডার’ নির্মাণে প্ররোচিত করেছে। নির্মাতা বললেন, ‘যেহেতু এটি একটি রাজনৈতিক সিনেমা, তাই আসছে কোন জাতীয় দিবসেই এটি মুক্তি পাবে ।’
No comments: