OMG! মাথাব্যথা নিয়ে হাসপাতালে মহিলা, ডাক্তাররা দেখলেন ব্রেনের খাঁজে আরশোলা



মাথায় অসহ্য যন্ত্রণা। সবসময় মনে হচ্ছে ভিতরে কিছু একটা সুড়সুড়ি দিচ্ছে। কিছু যেন নড়ছে। চিকিৎসকের কাছে ছুটে যেতে যা জানা গেল, তা আরও মারাত্মক। মাথার ভিতরে বাসা বেঁধেছে একটি আরশোলা।

ঘটনাটি চেন্নাইয়ের ইমজামবাকানের। পরিচারিকার কাজ করা সেলভি বেশ কয়েকদিন ধরেই মাথা যন্ত্রণাতে ভুগছিলেন। কোনও কাজ করতে গিয়ে মনে হচ্ছিল, কিছু একটা নড়ছে মাথার ভিতরে। কখনও তো আবার নাক বরাবর নেমে আসছিল। অবশেষে চেন্নাইয়ের স্ট্যানলি হাসপাতালে হাজির হন ৪২ বছরের মহিলা। 

সেখানে পরীক্ষা করে দেখা যায় নাক বরাবর কপালের কাছে দিব্যি রয়েছে একটি জ্যান্ত আরশোলা। করছে হাঁটাচলা। রীতিমতো চমকে যান চিকিৎসকরা। এরপর ন্যাসাল এন্ডোস্কপির পর আরশোলাটিকে বের করা হয়। আরশোলাটি কীভাবে ভিতরে জীবিত রইল, তা ভাবাচ্ছে চিকিৎসকদের। তবে সুখবর হল, এর জেরে কোনও সংক্রমণ হয়নি সেলভির। তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন।
OMG! মাথাব্যথা নিয়ে হাসপাতালে মহিলা, ডাক্তাররা দেখলেন ব্রেনের খাঁজে আরশোলা OMG! মাথাব্যথা নিয়ে হাসপাতালে মহিলা, ডাক্তাররা দেখলেন ব্রেনের খাঁজে আরশোলা Reviewed by Thailand Life on 9:12 AM Rating: 5

No comments:

Powered by Blogger.