কখন ধর্ষণ, কখন আদর? ৫ উদাহরণে বোঝালেন মেয়ে, কেউ কি মানল?
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ। মাঝেমধ্যেই এই ধরনের খবর উঠে আসে শিরোনামে। ধর্ষণ ও সম্মতির মধ্যে আসলে ফারাকটা কী? দু'জনের সম্মতিতে যৌন মিলন কখন ধর্ষণ বলা যেতে পারে, তার আইনি ব্যাখ্যা রয়েছে বিস্তর। তবে এই যুবতী মাত্র ৫টি টুইট-এই জলের মতো পরিষ্কার দিলেন ধর্ষণ ও সম্মতিক্রমে সহবাসের পার্থক্যটা কোথায়।
I don't get how rape is so hard to understand for some men. But, if you put it like this, they get it:— nafisa ahmed (@thatxxv) August 16, 2016
ইন্টারনেটে আলোড়ন ফেলে দেওয়া সেই যুবতীর নাম নাফিসা আহমেদ। টুইটারে প্রথমেই নাফিসা লিখে দিয়েছেন, 'আমি বুঝতে পারি না, ধর্ষণ ব্যাপারটা কেন কিছু পুরুষের কাছে শুনতে কড়া লাগে। এই ভাবে বোঝালে বিষয়টা পরিষ্কার হয়ে যায়।' এরপর একটি সহজ সমীকরণেই বুঝিয়ে দিয়েছেন তিনি।
If you ask me for $5, and I'm too drunk to say yes or no, it's not okay to then go take $5 out of my purse... Just because I didn't say no.— nafisa ahmed (@thatxxv) August 16, 2016
পরের টুইটেই তিনি লিখছেন, 'আপনি আমার থেকে ৫ ডলার চাইলেন। আমি হয়তো এতটাই মদ্যপ তখন, হ্যাঁ বা না বলার অবস্থায় নেই। অতএব আমি না বলিনি বলে, আমার পার্স থেকে ৫ ডলার আপনি তো বের করে নিতে পারেন না।'
If you put a gun to my head to get me to give you $5, you still stole $5. Even if I physically handed you $5.— nafisa ahmed (@thatxxv) August 16, 2016
তারপরের টুইট, 'আমার মাথায় বন্দুক ঠেকিয়ে আপনি যদি বলেন ৫ ডলার দিতে। আপনাকে যদি আমি ৫ ডলার নিজে থেকেই দিই, আপনি তাও চুরি করবেন।'
If I let YOU borrow $5, that doesn't give the right for your FRIEND to take $5 out of my purse.— nafisa ahmed (@thatxxv) August 16, 2016
"But you gave him some, why can't I?"
পরবর্তী টুইট, 'আপনি যদি আমার ৫ ডলার চুরি করেন, এবং সেটা যদি আমি আদালতে প্রমাণ করতে না পারি, তার মানে এই নয় যে, আপনি ৫ ডলার চুরি করেননি।'
Just because I gave you $5 in the past, doesn't mean I have to give you $5 in the future.— nafisa ahmed (@thatxxv) August 16, 2016
If you steal $5 and I can't prove it in court, that does NOT mean you didn't steal $5.— nafisa ahmed (@thatxxv) August 16, 2016
কখন ধর্ষণ, কখন আদর? ৫ উদাহরণে বোঝালেন মেয়ে, কেউ কি মানল?
Reviewed by Thailand Life
on
9:15 AM
Rating:
No comments: