লড়াই করতে শ্বশুরের টিপস

অসম্ভব জনপ্রিয় তিনি৷ একদা বিশ্বসুন্দরী হয়েছেন৷ হিন্দি ছবিতে বার বার মাতিয়েছেন৷ এমনকী পর পর গোটা তিন হলিউডি ছবিতেও প্রশংসা কুড়িয়েছেন৷ তারপর তো বিগ-বি'র ছেলে অভিষেকের সঙ্গে বিয়ে, যা নিয়ে দেশ উত্তাল৷ কন্যাসন্তানের জন্ম অতঃপর৷ হ্যাঁ, হ্যাঁ ঐশ্বর্য রাই বচ্চনের কথাই হচ্ছে৷ নানা কারণে নানা সময়ে খবরের শিরোনামে এসেছেন৷ কিন্তু, মাঝে মাঝেই তিনি যেন হারিয়ে যান কোথায়৷ কোনও খবর পাওয়া যায় না৷

তারপর হঠাত্‍ করেই ফিরে আসেন৷ এ বারও তেমনটাই হতে চলেছে৷ ভালো খবর রয়েছে অ্যাস-এর ফ্যানদের জন্য৷ সঞ্জয় গুপ্তার ছবি 'জসবা' দিয়ে কামব্যাক করছেন তিনি৷ কী বলছেন, বয়স হয়ে গিয়েছে? ইনিয়ে বিনিয়ে নরম সরম সংলাপ বলা নায়িকা হিসেবে তাঁকে পর্দায় পাওয়া যাবে কীনা?


এক্কেবাররেই ভুল ধারণা৷ আর চমকটা এই খানেই৷ ফিরছেন তিনি মারকুটে নায়িকা হিসেবে৷ ছবিটার পরতে পরতে ধুন্ধুমার মারামারি৷ চমক এখানেও শেষ নয়৷ এই সব দৃশ্যে স্টান্টের কাজ করেছেন তিনি নিজেই৷ মারামারির সিকোয়েন্সে বডি ডাবল ব্যবহার করার প্রস্তাব অ্যাসের কাছে নিজেই দিয়েছিলেন পরিচালক সঞ্জয়৷ কিন্তু অ্যাস বলেছেন তিনি ছবিটার চরিত্রের মধ্যে একশো ভাগ থাকতে চান৷ আর সে জন্যই মারামারিও করবেন নিজেই৷ তবেই না সত্যিকারের 'জসবা'৷ অনেকেই বলছেন অ্যাকশন দৃশ্যে স্টান্ট করার জন্য অভিষেকের সঙ্গে নিশ্চয়ই এক রাউন্ড আলোচনা করেই নিয়েছেন অ্যাস৷ কারণ, 'যুবা', 'রান', 'প্লেয়ার্স' কিংবা 'ধুম' সিরিজের ছবিগুলোতে তো চুটিয়ে মারামারি করেছেন অভিষেক৷


অনেকে অবশ্য আরও একধাপ এগিয়ে ভাবছেন৷ তাঁদের মত, মারামারির দৃশ্যে স্টান্ট করতে গেলে এক্কেবারে ঠিকঠাক পরামর্শ যিনি দিতে পারবেন তিনি হলেন অ্যাসের শ্বশুরমশাই৷ অর্থাত্‍ কীনা অমিতাভ বচ্চন৷ তিনি যে যৌবনে কত্তগুলো ছবিতে মারামারির দৃশ্যে কাজ করেছেন তাতে গুনে শেষ করা যাবে না৷ 'দিওয়ার', 'শোলে', 'মর্দ', 'শাহেনশা', 'অগ্নিপথ'... গোনার চেষ্টা না করাই ভালো৷ আর সবচেয়ে বড়ো কথা তিনিও বহু ছবিতে নিজের স্টান্ট নিজেই করেছেন৷ তাতেই নাকি রোলটার ভাইব্রেশনট ধরে রাখতে সুবিধা হয় অভিনেতার পক্ষে৷

আর সেটা করতে গিয়েই তো 'কুলি' ছবির শ্যুটিংয়ে কী কাণ্ডটাই না ঘটেছিল৷ একেবারে জীবন নিয়ে টানাটানি৷ কোনও মতে বেঁচে ফিরেছিলেন৷ তাই হতে পারে সম্পর্কে তিনি অ্যাসের 'পা'৷ কিন্তু তিনি যে বলিউডের চিরন্তন 'অ্যাংরি ইয়াং ম্যান', তা ভুলে গেলে চলবে কেন? অ্যাস যেন শ্বশুরমশাইয়ের সঙ্গে বসেই ফাইটিংয়ের সাজেশন নেন, তার পক্ষেই যে বেশিরভাগ মানুষ তা বলাই বাহুল্য৷ তবে আলোচনাটা শেষপর্যন্ত অ্যাশ কার সাথে করেন, সেটা অবশ্যই তাঁরই ব্যাপার৷
লড়াই করতে শ্বশুরের টিপস লড়াই করতে শ্বশুরের টিপস Reviewed by Thailand Life on 12:25 AM Rating: 5

No comments:

Powered by Blogger.