কনভয়ে হানা, বরাতজোরে বাঁচলেন শরিফ
সম্ভাব্য দুর্ঘটনা এড়ালেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। রবিবার প্রধানমন্ত্রীর কনভয়ে ঢুকে পড়ল রহস্যময় গাড়ি। আইন অমান্যকারী গাড়ির চালককে আটক করল পাক পুলিশ।
অল্পের জন্য রক্ষা পেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ইসলামাবাদ ফেরার পথে নওয়াজ শরিফের কনভয়কে অতিক্রম করার চেষ্টা করে একটি গাড়ি। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, কনভয়ে প্রবেশ করে তা প্রধানমন্ত্রীর গাড়িকে ধাক্কা মারার উপক্রম করে।
জানা গিয়েছে, একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে রাজধানী ইসলামাবাদে ফিরছিলেন শরিফ। সঙ্গে ছিলেন তাঁর পরিবারের কয়েকজন সদস্য। হানাদার গাড়িটিকে কনভয় থেকে বের করে রাস্তার পাশে দাঁড়াতে বাধ্য করেন উপস্থিত পাক নিরাপত্তা অফিসাররা। আটক করা হয় তার চালককে।
গোয়েন্দাদের জেরায় প্রকাশ, ধৃত চালক পাক নৌসেনার এক অবসরপ্রাপ্ত কমোডর। গাড়িতে সওয়ার ছিলেন তাঁর পরিবার। আইন অমান্য করে প্রধানমন্ত্রীর কনভয়ে ঢুকে পড়ার জন্য ভর্ত্সনার পর অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত সপ্তাহে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মারা যান জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-ঝাংভির নেতা মালিক ইশাক। এর পরেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা জোরদার করেছে পাক প্রশাসন।
অল্পের জন্য রক্ষা পেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ইসলামাবাদ ফেরার পথে নওয়াজ শরিফের কনভয়কে অতিক্রম করার চেষ্টা করে একটি গাড়ি। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, কনভয়ে প্রবেশ করে তা প্রধানমন্ত্রীর গাড়িকে ধাক্কা মারার উপক্রম করে।
জানা গিয়েছে, একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে রাজধানী ইসলামাবাদে ফিরছিলেন শরিফ। সঙ্গে ছিলেন তাঁর পরিবারের কয়েকজন সদস্য। হানাদার গাড়িটিকে কনভয় থেকে বের করে রাস্তার পাশে দাঁড়াতে বাধ্য করেন উপস্থিত পাক নিরাপত্তা অফিসাররা। আটক করা হয় তার চালককে।
গোয়েন্দাদের জেরায় প্রকাশ, ধৃত চালক পাক নৌসেনার এক অবসরপ্রাপ্ত কমোডর। গাড়িতে সওয়ার ছিলেন তাঁর পরিবার। আইন অমান্য করে প্রধানমন্ত্রীর কনভয়ে ঢুকে পড়ার জন্য ভর্ত্সনার পর অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত সপ্তাহে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মারা যান জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-ঝাংভির নেতা মালিক ইশাক। এর পরেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা জোরদার করেছে পাক প্রশাসন।
কনভয়ে হানা, বরাতজোরে বাঁচলেন শরিফ
Reviewed by Thailand Life
on
8:03 PM
Rating:
No comments: