বিয়েতে এজেন্টকে দ্বীপ উপহার রোনাল্দোর

বিয়েতে ঠিক কী রকম উপহার দিলে আপনি খুশি হবেন? ভেবে কুল পাবেন না, ক্রিস্তিয়ানো রোনাল্দো প্রিয় বন্ধু এবং এজেন্টকে কী উপহার দিলেন৷ 

রবিবার রোনাল্দোর এজেন্ট হোর্খে মেন্দেসের বিয়ে ছিল৷ রোনাল্দোই মেন্দেসের বিয়েতে 'বেস্ট ম্যান'৷ বন্ধুর বিয়েতে 'বেস্ট ম্যান' হয়ে সম্মানিত রোনাল্দো আস্ত একটা দ্বীপই উপহার দিয়ে ফেললেন মেন্দেসকে৷ 

আনন্দানুষ্ঠানে যাওয়ার আগে অবশ্য বিতর্কিত ঘটনার সঙ্গেও জড়ালেন ব্যালন ডি'ওর সিআর সেভেন৷ একটি টিভি চ্যানেলে সাক্ষাত্‍কার দেওয়ার সময় তাঁকে ফিফার দুর্নীতি নিয়ে জিজ্ঞাসা করা হয়৷ রোনাল্দো রেগে ইন্টারভিউ ছেড়ে বেরিয়ে যান৷ তবে যাওয়ার আগে গালাগাল করে বলেন, 'ফিফা, কাতার এ সবে কিছু এসে যায় না৷ আমি এ সব নিয়ে কেয়ার করি না'৷ বিতর্ক তৈরি হয়েছে, বিশ্বের সেরা তারকা কী করে এ রকম মন্তব্য করেন, তা নিয়ে৷ 


রোনাল্দো ফিফা নিয়ে রেগে গেলেও বন্ধুর বিয়ে নিয়ে বেশ খুশি৷ অর্থনৈতিক কারণে গ্রিস তার অধীনে থাকা অনেক ছোট ছোট দ্বীপ বিক্রি করে দিতে শুরু করেছে৷ তার মধ্যেই একটা বন্ধুর জন্য পছন্দ করে ফেলেছে রোনাল্দো৷ একটি পর্তুগিজ সংবাদ পত্র খবরটি প্রকাশ করেছে৷ তবে দ্বীপটি কিনতে সিআর সেভেনের পকেট থেকে ঠিক কত ইউরো খসেছে, তা এখনও জানা যায়নি৷ আনুমানিক হিসেবে ৩০ লক্ষ থেকে ৫ কোটি ইউরো-- এর মধ্যে যে কোনও মূল্যে দ্বীপটি কিনেছেন রোনাল্দো৷ 

রবিবার পোর্তোয় মেন্দেসের বিয়েতে এমনিই তারকা সমাগম৷ ৪০০ অতিথি নিমন্ত্রিত পর্তুগালের এই এজেন্টের বিয়েতে৷ পেপে, ফাবিও কোয়েন্ত্রাওদের মতো রিয়াল মাদ্রিদ তারকাদের থাকার কথা৷ খোসে মৌরিনিও, ডেকো এমনকি লুই ফিলিপ স্কোলারির এজেন্ট হিসেবেও কাজ করেছেন মেন্দেস৷ 
বিয়েতে এজেন্টকে দ্বীপ উপহার রোনাল্দোর বিয়েতে এজেন্টকে দ্বীপ উপহার রোনাল্দোর Reviewed by Thailand Life on 2:59 AM Rating: 5

No comments:

Powered by Blogger.