প্রত্যেক কর্মীকে দেড় কোটির বোনাস দিলেন সিংহহৃদয় CEO!
বহু কর্মীর কাছে বস মানেই একরাশ বিরক্তিকর একজন ব্যক্তি। অনেকটা কার্টুন চরিত্রের টম অ্যান্ড জেরি সম্পর্কের মতো। ভালোবাসা ও ঘৃণার মিশেল। বস সকলের প্রিয় হয় না। কিন্তু বিশ্বে সব কিছুরই বিপরীত উদাহরণও রয়েছে। তারই নজির নেভজেত আইদিন। তুর্কমেনিস্তানের একটি সংস্থার এই সিইও সেই বিরল বস-দের একজন, যিনি সংস্থার সাফল্যে প্রত্যেক কর্মীকে ১ লক্ষ ৫০ হাজার পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় দেড় কোটি টাকা) করে বোনাস দিলেন।
তুর্কমেনিস্তানের জনপ্রিয় ফুডচেন ইয়েমেকসেপেতি-র সিইও নেভজেত আইদিন-কেই এখন বর্তমানে বিশ্বের সেরা বস বলা হচ্ছে। সম্প্রতি নেভজেতের সংস্থা জার্মানির একটি নামজাদা কোম্পানি অধিগ্রহণ করেছে। এই বহু কোটি টাকার চুক্তিতে সাফল্য পাওয়ার আনন্দেই কর্মীদের মোটা অঙ্কের বোনাস দেওয়ার কথা ঘোষণা করেন ইয়েমেকসেপেতি। কিন্তু বোনাসের অঙ্ক যে এতটা হবে, স্বপ্নেও ভাবতে পারেননি কর্মীরা। হঠাত্ই প্রত্যেক কর্মীর অ্যাকাউন্টে দেড় কোটি টাকা ঢোকে। তারপরই সিইও ঘোষণা করেন, এটাই আপনাদের বোনাস।
কর্মীদের কাছে নেভজেত এখন সবচেয়ে প্রিয় বস। যদিও এত বোনাস দেওয়ার জন্য কর্মীদের কৃতিত্বকেই প্রাধ্ন্য দিচ্ছেন নেভজেত। তাঁর কথায়, 'আমরা যা সাফল্য পেয়েছি, সবাই মিলে একসঙ্গে কাজ করে পেয়েছি। এটা একটা টিমওয়ার্ক। কোনও সংগঠনে কারও একার কৃতিত্বে সাফল্য আসে না।'
তুর্কমেনিস্তানের জনপ্রিয় ফুডচেন ইয়েমেকসেপেতি-র সিইও নেভজেত আইদিন-কেই এখন বর্তমানে বিশ্বের সেরা বস বলা হচ্ছে। সম্প্রতি নেভজেতের সংস্থা জার্মানির একটি নামজাদা কোম্পানি অধিগ্রহণ করেছে। এই বহু কোটি টাকার চুক্তিতে সাফল্য পাওয়ার আনন্দেই কর্মীদের মোটা অঙ্কের বোনাস দেওয়ার কথা ঘোষণা করেন ইয়েমেকসেপেতি। কিন্তু বোনাসের অঙ্ক যে এতটা হবে, স্বপ্নেও ভাবতে পারেননি কর্মীরা। হঠাত্ই প্রত্যেক কর্মীর অ্যাকাউন্টে দেড় কোটি টাকা ঢোকে। তারপরই সিইও ঘোষণা করেন, এটাই আপনাদের বোনাস।
কর্মীদের কাছে নেভজেত এখন সবচেয়ে প্রিয় বস। যদিও এত বোনাস দেওয়ার জন্য কর্মীদের কৃতিত্বকেই প্রাধ্ন্য দিচ্ছেন নেভজেত। তাঁর কথায়, 'আমরা যা সাফল্য পেয়েছি, সবাই মিলে একসঙ্গে কাজ করে পেয়েছি। এটা একটা টিমওয়ার্ক। কোনও সংগঠনে কারও একার কৃতিত্বে সাফল্য আসে না।'
প্রত্যেক কর্মীকে দেড় কোটির বোনাস দিলেন সিংহহৃদয় CEO!
Reviewed by Thailand Life
on
7:15 PM
Rating:
No comments: