এ গোল দেখতেই হবে, না-হলে মিস করবেন

 ফুটবল প্রেমীরা গোল তো বিস্তর দেখে থাকবেন। ইব্রার প্রপেলার কিক থেকে বেকহ্যামের বাঁক। হিগুইতার স্করপিয়ন কিকও মনে থাকার কথা। কিন্তু কোনও আন্তর্জাতিক ম্যাচে পেনাল্টি পেয়ে কোনও খেলোয়াড়কে হ্যাক হিলে গোল করতে দেখেছেন কি? না দেখে থাকলে দেখুন।



আশ্চর্যজনক এই গোলটি হয়েছে সংযুক্ত আরব আমিরশাহি বনাম লেবাননের একটি আন্তর্জাতিক ম্যাচে। খেলার ৭৯ মিনিটের মাথায় পেনাল্টি পায় আমিরশাহি। এমনিতে তখন তারা ৫-২ গোলে এগিয়ে ছিল। পেনাল্টি কিক নিতে যান ১৩ নম্বর জার্সিধারী খেলোয়াড় আওয়ানা দিয়াব। রেফারি বাঁশি বাজানোর পর সামনের দিকেই দৌঁড়ে আসছিলেন তিনি। হঠাত্‍ই মুখ ঘুরিয়ে ডান পায়ের ব্যাক হিলে সজোরে কিক করেন। গোলকিপারও তৈরিই ছিলেন। তবে আওয়ানাকে হঠাত্‍ অমনভাবে পেছনে ঘুরতে দেখে তিনিও হকচকিয়ে যান। বল গোলকিপারের বাঁ দিক থেকে জড়িয়ে যায় জালে।
এ গোল দেখতেই হবে, না-হলে মিস করবেন এ গোল দেখতেই হবে, না-হলে মিস করবেন Reviewed by Thailand Life on 6:50 AM Rating: 5

No comments:

Powered by Blogger.