চাঁদের অন্য পিঠে জোছনা নেই
চাঁদের আর এক পিঠ কেমন? আমরা যাকে মনে করি 'ডার্ক সাইড', সেটা কি সত্যিই ততটা অন্ধকার? কৌতূহল অনেক দিনের। কিন্তু, পৃথিবী থেকে চাঁদের সেই অন্ধকার পিঠ দেখা বা তার ছবি তোলা কখনও সম্ভব ছিল না। আজও নয়।
সেই না-দেখা চাঁদ দেখার কৌতূহলই মিটিয়েছে নাসার সাম্প্রতিক প্রকাশিত একটি ছবি। নাসার ডিপ স্পেস ক্লাইমেট অবর্জারভেটরি (DSCOVER) থেকে ধরা পড়েছে চাঁদের সেই অবিশ্বাস্য 'ডার্ক সাইড'।
ছবিগুলি পৃথিবী থেকে কয়েক লক্ষ মাইল দূরে থাকা DSCOVER স্যাটেলাইট থেকে তোলা। টেলিস্কোপের সাহায্যে ফোর মেগাপিক্সেল ক্যামেরায় তোলা হয়েছে।
তবে, চাঁদের ডার্ক সাইটের ছবি, এটাই প্রথম নয়। ১৯৫৯ সালে প্রথমবার চাঁদের অন্ধকার পিঠের ছবি তোলা হয়েছিল সোভিয়েত লুনা-৩ মহাকাশযান থেকে।
নীচের ভিডিয়োটি নাসার সৌজন্যে প্রাপ্ত
চাঁদের অন্য পিঠে জোছনা নেই
Reviewed by Thailand Life
on
9:45 PM
Rating:
No comments: