অঙ্গ দান করে মুমূর্ষু শিশুকে বাঁচাল এই শিশু
একরত্তি মেয়ে। বয়স বছর তিনেক। এই বয়সেই মানবতায় নজির! এক মুমূর্ষু শিশুকে বাঁচাতে লিভার, কিডনি ও কর্নিয়া দান করল ৩ বছরের ওই শিশু। কেরলের ছোট্ট অঞ্জনাই এখন রাজ্যের সবচেয়ে কমবয়সি ডোনর।
তিরুঅনন্তপুরমের কেরালা ইন্সস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (KIMS)-এ মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিল বছর পাঁচেকের এক শিশু। আরেক হাসপাতালে কার্যত মৃত্যুর কোলেই ঢলে পড়েছে ৩ বছর বয়সি অঞ্জনা। শনিবার চিকিত্সকরা অঞ্জনার মা-বাবাকে জানিয়ে দেন, অঞ্জনার ব্রেনডেথ হয়ে গিয়েছে। বাঁচার আশা প্রায় নেই। অঞ্জনার মা-বাবাকে ডাক্তাররা জানান, KMIS-এ এক পাঁচ বছরের শিশুর অবস্থা আশঙ্কাজনক। তার কিডনি, কর্নিয়া ও লিভার কাজ করছে না। অঞ্জনা যদি তার অঙ্গ দান করে, তাহলে হয়ত বেঁচে যাবে শিশুটি।
অঞ্জনার মা-বাবা এক মুহূর্তও ভাবেননি। সঙ্গে সঙ্গে চিকিত্সকদের কথায় রাজি হয়ে যান। মেয়েকে তাঁরা হারাচ্ছেনই, কিন্তু তাঁদের সন্তানের জন্য যদি আরেক মা-বাবার সন্তান বেঁচে যায়, তার চেয়ে সুখের আর কী-ই হতে পারে। এরপরই অঙ্গ দানের খবর দেওয়া হয় কেরালা নেটওয়ার্ক অফ অর্গ্যান শেয়ারিং-এ। অঞ্জনার অঙ্গ মুমূর্ষু শিশুটির শরীরে প্রতিস্থাপন করার জন্য অস্ত্রোপচারের তোড়জোড় শুরু করে দেন ডাক্তাররা।
রবিবার দুপুর আড়াইটে নাগাদ সফল অস্ত্রোপচারে অঞ্জনার কিডনি, লিভার ও কর্নিয়া প্রতিস্থাপন করা হয় KIMS-এ চিকিত্সারত শিশুটির শরীরে। সূত্রের খবর, শিশুটি এখন সঙ্কটমুক্ত। অঞ্জনার দেহ এদিনই বিকেলে তুলে দেওয়া হয়েছে তার মা-বাবার হাতে। অঞ্জনার মহান কীর্তিতে কুর্নিশ জানিয়েছে গোটা হাসপাতাল। শ্রদ্ধা জ্ঞাপন করেছে কেরল সরকারও।
তিরুঅনন্তপুরমের কেরালা ইন্সস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (KIMS)-এ মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিল বছর পাঁচেকের এক শিশু। আরেক হাসপাতালে কার্যত মৃত্যুর কোলেই ঢলে পড়েছে ৩ বছর বয়সি অঞ্জনা। শনিবার চিকিত্সকরা অঞ্জনার মা-বাবাকে জানিয়ে দেন, অঞ্জনার ব্রেনডেথ হয়ে গিয়েছে। বাঁচার আশা প্রায় নেই। অঞ্জনার মা-বাবাকে ডাক্তাররা জানান, KMIS-এ এক পাঁচ বছরের শিশুর অবস্থা আশঙ্কাজনক। তার কিডনি, কর্নিয়া ও লিভার কাজ করছে না। অঞ্জনা যদি তার অঙ্গ দান করে, তাহলে হয়ত বেঁচে যাবে শিশুটি।
অঞ্জনার মা-বাবা এক মুহূর্তও ভাবেননি। সঙ্গে সঙ্গে চিকিত্সকদের কথায় রাজি হয়ে যান। মেয়েকে তাঁরা হারাচ্ছেনই, কিন্তু তাঁদের সন্তানের জন্য যদি আরেক মা-বাবার সন্তান বেঁচে যায়, তার চেয়ে সুখের আর কী-ই হতে পারে। এরপরই অঙ্গ দানের খবর দেওয়া হয় কেরালা নেটওয়ার্ক অফ অর্গ্যান শেয়ারিং-এ। অঞ্জনার অঙ্গ মুমূর্ষু শিশুটির শরীরে প্রতিস্থাপন করার জন্য অস্ত্রোপচারের তোড়জোড় শুরু করে দেন ডাক্তাররা।
রবিবার দুপুর আড়াইটে নাগাদ সফল অস্ত্রোপচারে অঞ্জনার কিডনি, লিভার ও কর্নিয়া প্রতিস্থাপন করা হয় KIMS-এ চিকিত্সারত শিশুটির শরীরে। সূত্রের খবর, শিশুটি এখন সঙ্কটমুক্ত। অঞ্জনার দেহ এদিনই বিকেলে তুলে দেওয়া হয়েছে তার মা-বাবার হাতে। অঞ্জনার মহান কীর্তিতে কুর্নিশ জানিয়েছে গোটা হাসপাতাল। শ্রদ্ধা জ্ঞাপন করেছে কেরল সরকারও।
অঙ্গ দান করে মুমূর্ষু শিশুকে বাঁচাল এই শিশু
Reviewed by Thailand Life
on
6:49 AM
Rating:
No comments: