ফেসবুকে শিশুপর্নের অশ্লীল ছবি, গ্রেপ্তার যুবক

পর্নসাইটে সরকারি নিষেধাজ্ঞা নিয়ে বিতর্কের মধ্যেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে চাইল্ড পর্নোগ্রাফি আপলোড করে গ্রেফতার হল এক যুবক। ধৃতের নাম এম মনিকান্ডা প্রভু। বছর উনিশের ওই যুবককে কোইম্বাটুর জেলার পোল্লাচি তালুক থেকে গ্রেফতার করে CID-র অপরাধ দমন শাখা। 


পুলিশ সূত্রে খবর, ফেসবুকে পর্নোগ্রাফির একটি পেজ খুলেছিল অভিযুক্ত ওই যুবক। সেখানে নিয়মিত চাইল্ড পর্নোগ্রাফি আপলোড করা হচ্ছিল। একটি NGO-র নজরে আসায়, তারা শিশু যৌন নিগ্রহ বিরোধী আইনে (POCSO) অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতেই তদন্ত করে কোইম্বাটুর থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। 

এদিকে, অভিযোগ পাওয়ার পরপরই ফেসবুক থেকে ওই পেজটি ডিলিট করে দেওয়া হয়। অভিযুক্তকে কোইম্বাটুর থেকে চেন্নাইয়ে এনে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে। 
ফেসবুকে শিশুপর্নের অশ্লীল ছবি, গ্রেপ্তার যুবক ফেসবুকে শিশুপর্নের অশ্লীল ছবি, গ্রেপ্তার যুবক Reviewed by Thailand Life on 7:19 AM Rating: 5

No comments:

Powered by Blogger.