২০৩০-এর মধ্যেই AIDS মুক্ত পৃথিবী
রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল বান কি মুন জানিয়েছেন ধীরে ধীরে পৃথিবী AIDS মুক্ত হওয়ার দিকেই এগোচ্ছে। UNAIDS-এর তরফে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী গত ১৫ বছরে HIV সংক্রমণের সংখ্যা কমেছে ৩৫ শতাংশ। এমন ভাবেই চলতে থাকলে ২০৩০ সালের মধ্যেই পৃথিবী AIDS মুক্ত হবে বলেই আশা করছেন তিনি। ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবা-তে একটি সামিটে বক্তৃতা রাখতে গিয়ে তিনি বলেন, পৃথিবী সক্ষম হয়েছে AIDS এপিডেমিককে রাশ টানতে। তিনি আরও জানিয়েছেন, বর্তমানে সারা পৃথিবীতে ১৫ কোটি মানুষ HIV-র জন্যে চিকিত্সা করাচ্ছেন। ১৯৯৬ সালে আবিষ্কৃত অ্যান্টি-রেট্রোভাইরাল ড্রাগ হিউম্যান ইমিউনোডেফিশিয়েন্সি ভাইরাসকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
তবে বান কি মুন স্বীকার করে নিয়েছেন, AIDS দূরীকরণে প্রধান অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে সেক্স ওয়র্কার, ড্রাগ অ্যাডিক্ট এবং সমকামীদের বিরুদ্ধে সমাজের উপেক্ষা এবং এঁদের অপরাধীর চোখে দেখার প্রবণতা। পৃথিবীর সর্বত্র এই ধরনের মানুষদের প্রতি বিতৃষ্ণা, অবজ্ঞা এবং শাস্তিমূলক আইনের উপস্থিতি এঁদের সঠিক চিকিত্সার পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। বান কি মুন জানিয়েছেন, এই মনোভাবে যত তাড়াতাড়ি সম্ভব পরিবর্তন আনা প্রয়োজন। বর্তমানে সারা পৃথিবীতে ৩৬.৯ কোটি মানুষ HIV আক্রান্ত।
২০৩০-এর মধ্যেই AIDS মুক্ত পৃথিবী
Reviewed by Thailand Life
on
6:32 AM
Rating:
No comments: