'দিওয়ানা'র রিমেকে ডেবিউ কিং-পুত্রের?
বাবার মতোন ছেলে!
আশ্চর্য হওয়ার মতোন কিছুই নেই। বহুদিন ধরে কানাঘুসো শোনা যাচ্ছিল, টিনসেল টাউনে পা রাখতে চলেছেন বাদশা-পুত্র আরিয়ান।এবার কিন্তু আর গুজব নয়। সত্যি সত্যি আরিয়ান এবার ফিল্মে ডেবিউ করতে চলেছেন। শাহরুখের পুত্র বলে কথা। সে তো আর যা তা সিনেমা করতে পারেন না। শাহরুখই ঠিক করেছেন, ১৯৯২ সালের ব্লকবাস্টার 'দিওয়ানা'র রিমেক ছবিতেই প্রকাশ হবে আরিয়ানের।
সূত্রের খবর, কাভি খুশি কাভি গাম ছবিতেই ডেবিউ ছবি হত আরিয়ানের। রেড চিলির প্রোডাকশনের ছবিতেই ডেবিউ করার সুযোগ পাচ্ছে ১৮ বছরের সুপুত্র।
তবে, এখন ইন্ডাস্ট্রিতে একটা প্রশ্নই ঘুরঘুর করছে, সেটা হল, আরিয়ান কি বাবার জায়গা নিতে পারবে?
আশ্চর্য হওয়ার মতোন কিছুই নেই। বহুদিন ধরে কানাঘুসো শোনা যাচ্ছিল, টিনসেল টাউনে পা রাখতে চলেছেন বাদশা-পুত্র আরিয়ান।এবার কিন্তু আর গুজব নয়। সত্যি সত্যি আরিয়ান এবার ফিল্মে ডেবিউ করতে চলেছেন। শাহরুখের পুত্র বলে কথা। সে তো আর যা তা সিনেমা করতে পারেন না। শাহরুখই ঠিক করেছেন, ১৯৯২ সালের ব্লকবাস্টার 'দিওয়ানা'র রিমেক ছবিতেই প্রকাশ হবে আরিয়ানের।
সূত্রের খবর, কাভি খুশি কাভি গাম ছবিতেই ডেবিউ ছবি হত আরিয়ানের। রেড চিলির প্রোডাকশনের ছবিতেই ডেবিউ করার সুযোগ পাচ্ছে ১৮ বছরের সুপুত্র।
তবে, এখন ইন্ডাস্ট্রিতে একটা প্রশ্নই ঘুরঘুর করছে, সেটা হল, আরিয়ান কি বাবার জায়গা নিতে পারবে?
'দিওয়ানা'র রিমেকে ডেবিউ কিং-পুত্রের?
Reviewed by Thailand Life
on
11:25 AM
Rating:
No comments: