হদিশ মিলল প্রাচীনতম কোরানের

খোঁজ মিলল বিশ্বের অন্যতম প্রাচীন কোরানের। কোরানটি লেখা হয়েছিল প্রায় দেড় হাজার বছর আগে। হজরত মহম্মদের সময়ে। প্রাচীন কোরানের পাণ্ডুলিপির টুকরোটি পাওয়া গিয়েছে বার্মিংহ্যাম ইউনিভার্সিটির গ্রন্থাগারে। 

বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছেন, কোরানের টুকরোটি পরীক্ষা করে দেখা গিয়েছে কমপক্ষে ১ হাজার ৩৭০ বছর আগে লেখা হয়েছিল। ৫৬৮ খ্রিস্টাব্দ থেকে ৬৪৫ খ্রিস্টাব্দের মধ্যে। কোরানটির ৯৫.৪ শতাংশ অক্ষত রয়েছে। প্রাচীন কোরানটি গবেষণার জন্য পাঠানো হয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি-র গবেষণাগারে। প্রাচীন আরবের লিপি হিজাজি-তে লেখা হয়েছিল এই কোরান। 

ইতিহাসবিদ সুজেন ওরালের কথায়, 'পাণ্ডুলিপিটির রেডিয়োকার্বন তারিখে আমরা খুবই উত্‍‌সাহিত। বুঝতে অসুবিধা হচ্ছে না যে, এটা প্রাচীনতম কোরানগুলির মধ্যে অন্যতম।'
হদিশ মিলল প্রাচীনতম কোরানের হদিশ মিলল প্রাচীনতম কোরানের Reviewed by Thailand Life on 7:54 AM Rating: 5

No comments:

Powered by Blogger.