ভূমিকম্পের আভাস পায় বন্যপ্রানীরা, বলছে গবেষনা

ভূমিকম্পের আভাস পায় বন্যপ্রানীরা, বলছে গবেষনা
ওয়েব ডেস্ক: বেশ কিছুদিন ধরেই পেরুর ইয়ানাচাগা জাতীয় উদ্যানে বন্যপ্রানীদের আচরণ নিয়ে গবেষনা চালাচ্ছিল অ্যাংলিয়ার রাস্কিন ইউনিভার্সিটির ড. রেচেল গ্রান্টের টিম। সেই গবেষনার ফল করলেন তারা। ফল বলছে ভূমিকম্পের আভাস পায় বন্যপ্রানীরা।
গবেষনায় উঠে এসেছে ২০১১ সালে কন্টামারায় ভূমিকম্পের ২৩ দিন আগে থেকেই সেই অঞ্চলের বন্যপ্রানীদের আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করা গিয়েছিল। প্রায় ১৫ জন পশুকে টানা ২৩ দিন ধরে লক্ষ্য করে গ্রান্টের দলের ক্যামেরা। ভূমিকম্পের ঠিক ৮ দিন আগে পশুদের নড়াচাড়া উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছিল। ভূমিকম্পের আগে বাতাসে পজিটিভ আয়নের পরিমান বাড়ার ফলেই পশুদের আচরণে এই পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে বলে মনে করছেন গবেষকরা। এই ধরণের অবস্থাকে সিরোটোনিন সিনড্রোম বলে ব্যাখ্যা করেছেন গবেষকরা। বাতাসে পজিটিভ আয়ন বাড়ার ফলে রক্তে সিরোটোনিনের মাত্রা বেড়ে গিয়ে আচরণে অস্বাভাবিকতা আসে বলেই ধারণা গবেষকদের।

পাখি ও স্তন্যপায়ী প্রাণীদের মধ্যেই এই ধরণের অস্থিরতা সবথেকে বেশি লক্ষ্য করা গিয়েছে।
ভূমিকম্পের আভাস পায় বন্যপ্রানীরা, বলছে গবেষনা ভূমিকম্পের আভাস পায় বন্যপ্রানীরা, বলছে গবেষনা Reviewed by Thailand Life on 7:30 AM Rating: 5

No comments:

Powered by Blogger.