ব্র্যান্ড প্রচারেই কি ফাঁস SEX ভিডিয়ো?

নামী এক ব্র্যান্ডের পোশাক বিপণিতে গিয়ে, ফিটিং রুমে লুকিয়ে রাখা গোপন ক্যামেরার সন্ধান পেয়েছিলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। শপিং মলগুলোতে এ ধরনের ঘটনা যদিও নতুন নয়। মাঝমধ্যে এমন অভিযোগ ওঠে। সেসব ছবি সোশ্যাল বা পর্নো সাইটে ফাঁসও হয়ে যায়। তেমনই এক সেক্স ভিডিয়ো ভাইরাল হওয়ায়, অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক একটি পোশাক ব্র্যান্ড। লোকজনের বক্তব্য, ব্র্যান্ডের প্রচারেই এই কৌশল। যদিও, সেই অভিযোগ মানতে নারাজ আন্তর্জাতিক ওই পোশাক সংস্থা। 



ভাইরাল ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, বেজিং-এর এক প্রেমিক যুগল আন্তর্জাতিক ব্র্যান্ড ইউনিকলো-র ফিটিং রুমে ঢুকে Sex করছে। ছেলেটির পরনে পোশাক থাকলেও, মেয়েটি নগ্ন। ছেলেটিই সেই ভিডিয়ো তুলছে। মেয়েটিকে দেখা গিয়েছে, সাবলীল ভাবেই তাতে শামিল হতে। সেটি যে ইউনিকলো-র বিপণি, তা-ও জানা যাচ্ছে বারবার কানে আসা ঘোষণায়। 
এক মিনিট সাত সেকেন্ডের ভিডিয়োটি বুধবার আপলোড হওয়ার পরপরই চাইনিজ সোশ্যাল সাইটগুলোয় ভাইরাল হয়ে যায়। কিন্তু, তার সঙ্গেই যেটা ঘটে, তা অবিশ্বাস্য! অসম্ভব ভিড় হতে থাকে ওই বিপণিতে। এমন ভিড় আগে হত না। যদিও ক্রেতাদের বেশিরভাগেরই লক্ষ্য, ফিটিং রুমে ঢুকে সেলফি তোলা। সে কারণেই কেউ কেউ মনে করছেন, মার্কেটিংয়ের কৌশল হিসেবেই পরিকল্পিত ভাবে এই সেক্স ভিডিয়োটি করানো হয়েছে। 

যদিও, আন্তর্জাতিক ব্র্যান্ডটির তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই হইচইয়ের মধ্যে অবশ্য সেই ভিডিয়োটিও মুছে দেওয়া হয়েছে। 
ব্র্যান্ড প্রচারেই কি ফাঁস SEX ভিডিয়ো? ব্র্যান্ড প্রচারেই কি ফাঁস SEX ভিডিয়ো? Reviewed by Thailand Life on 6:27 AM Rating: 5

No comments:

Powered by Blogger.