জাপানে ফুটল বিশ্বের বৃহত্তম ফুল, দেখুন ভিডিয়ো

একটা ফুল কত বড় আর হতে পারে ? আপনার আমার যা ধারণা, তার চেয়ে কয়েক গুণ বড় নিশ্চিত ভাবেই। নিঃসন্দেহে বলতে পারেন, বিশ্বের বৃহত্তম ফুল। ফুলটির উচ্চতা শুনলে, যে কারও চোখ কপালে উঠবে। দু-মিটার উঁচু। ফুলটির নাম 'টাইটান এরাম'।

খুবই বিরল প্রজাতির এই ফুল দেখতে এখন ভিড় টোকিওর এক পার্কে। কারণ, সারা বছর দেখা মেলে না। কবে ফুটবে, ঠিক নেই। প্রায় পাঁচ বছর পর ফুলটি ফের ফুটতে দেখা গেল। তবে, এ ফুলের গন্ধ কিন্তু খুবই বিদঘুটে। অন্নপ্রাশনের ভাত পর্যন্ত উঠে আসবে, এমনই দুর্গন্ধ। পচা মাংসের গন্ধ। এ জন্য এই ফুলের আর এক নাম 'শব ফুল'।

'টাইটান এরাম' ফুলটি মূলত পাওয়া যায় ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রায়। সমুদ্রপৃষ্ঠ হতে ১২০ থেকে ৩৬৪ মিটার উচ্চতায় খাড়া পাহাড়ের গায়ে এটি জন্মায়। বর্তমানে
বিপন্ন প্রজাতির তালিকায় পড়ে এই ফুলটি।



জাপানে ফুটল বিশ্বের বৃহত্তম ফুল, দেখুন ভিডিয়ো জাপানে ফুটল বিশ্বের বৃহত্তম ফুল, দেখুন ভিডিয়ো Reviewed by Thailand Life on 6:05 AM Rating: 5

No comments:

Powered by Blogger.