ডাইনি অপবাদে বৃদ্ধার শিরশ্ছেদ
মধ্যযুগীয় নির্মমতার সাক্ষী হলো ভারতের অাসাম। ডাইনি অপবাদে এক বৃদ্ধার শিরশ্ছেদ করেছে সেখানকার এক গ্রামের বাসিন্দারা। হাড়হিম করা এই ঘটনাটি ঘটেছে রাজ্যের সোনিতপুর জেলায়।
রাজ্যের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মোনি ওরাং নামের বছর ষাটের ওই মহিলাকে ভিমাজুলি গ্রামে তার বাড়ি থেকে টেনে বার করার পর তার উপর হামলা চালানো হয়। মোনি ওরাংয়ের বিরুদ্ধে ডাইনি বিদ্যা চর্চার 'অভিযোগ' আনা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, ওই গ্রামেরই এক দম্পতি অনান্য গ্রামবাসীকে মোনি ওরাংয়ের বিরুদ্ধে খেপিয়ে তোলে। ধারালো অস্থ দিয়ে ওই প্রৌঢ়ার শিরশ্ছেদ করার আগে তাকে বেধরক মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস পৌঁছাতে গেলে তাদের বাধা দেয় গ্রামবাসীরা।
অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অব পুলিস সামাদ হুসেনের নেতৃত্বে পুলিসের একটি দল কোনো রকমে উন্মত্ত জনতাকে হটিয়ে মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এদিকে, এখন পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ঘাতক অস্ত্রটিও।
রাজ্যের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মোনি ওরাং নামের বছর ষাটের ওই মহিলাকে ভিমাজুলি গ্রামে তার বাড়ি থেকে টেনে বার করার পর তার উপর হামলা চালানো হয়। মোনি ওরাংয়ের বিরুদ্ধে ডাইনি বিদ্যা চর্চার 'অভিযোগ' আনা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, ওই গ্রামেরই এক দম্পতি অনান্য গ্রামবাসীকে মোনি ওরাংয়ের বিরুদ্ধে খেপিয়ে তোলে। ধারালো অস্থ দিয়ে ওই প্রৌঢ়ার শিরশ্ছেদ করার আগে তাকে বেধরক মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস পৌঁছাতে গেলে তাদের বাধা দেয় গ্রামবাসীরা।
অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অব পুলিস সামাদ হুসেনের নেতৃত্বে পুলিসের একটি দল কোনো রকমে উন্মত্ত জনতাকে হটিয়ে মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এদিকে, এখন পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ঘাতক অস্ত্রটিও।
ডাইনি অপবাদে বৃদ্ধার শিরশ্ছেদ
Reviewed by Thailand Life
on
5:41 AM
Rating:
No comments: