৪ হাজার বছরের কঙ্কাল-রহস্য বিলেতে
তার মৃত্যু হয়েছিল ৪ হাজার বছরেরও আগে। এত যুগ পেরিয়েও প্রায় অক্ষত। ব্রিটেনে মাটির তলা পাওয়া গেল ৪ হাজার বছরের প্রাচীন একটি কঙ্কাল। প্রত্নতাত্ত্বিকদের প্রাথমিক গবেষণা বলছে, কঙ্কালটি কোনও কিশোরের।
ব্রিটেনের প্রাগঐতিহাসিক স্থাপত্য স্টোনহেঞ্জের কাছে সম্প্রতি খননকার্য চালাচ্ছিলেন প্রত্নতাত্ত্বিকরা। হঠাত্ই কয়েকটি হাড়গোড় পাওয়া যায়। আরেকটু খুঁড়তেই সম্পূর্ণ কঙ্কালটির হদিশ মেলে। গবেষকরা বলছেন, কঙ্কালটির বয়স ৪ হাজার বছরেরও বেশি। ব্রোঞ্জ যুগের কোনও কিশোরের কঙ্কাল। হাড়ের পরীক্ষা করে বোঝা যাবে, ঠিক কী কারণে মৃত্যু হয়েছিল কিশোরের।
ব্রিটেনের সুপ্রাচীন স্থাপত্য স্টোনহেঞ্জ পৃথিবীর অন্যতম বিস্ময়। খ্রিস্টের জন্মের প্রায় ৩ হাজার বছর আগে তৈরি পাথরের এই স্থাপত্য এখনও অক্ষত। এত বছর পেরিয়েও কী ভাবে স্টোনহেঞ্জ অক্ষত, তার রহস্য এখনও উদ্ঘাটন করতে পারেননি গবেষকরা। উদ্ধার হওয়া কঙ্কালটি পরীক্ষা করে সে যুগের মানুষের খাওয়াদাওয়া, জীবনযাপনের ধরন সম্পর্কে আরও মূল্যবান তথ্য মিলবে বলেই মনে করছেন বিজ্ঞানীরা।
স্টোনহেঞ্জের আশেপাশে ব্লেড, কারুকার্য করা মাটির পাত্র, তামার গয়নাও পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা।
ব্রিটেনের প্রাগঐতিহাসিক স্থাপত্য স্টোনহেঞ্জের কাছে সম্প্রতি খননকার্য চালাচ্ছিলেন প্রত্নতাত্ত্বিকরা। হঠাত্ই কয়েকটি হাড়গোড় পাওয়া যায়। আরেকটু খুঁড়তেই সম্পূর্ণ কঙ্কালটির হদিশ মেলে। গবেষকরা বলছেন, কঙ্কালটির বয়স ৪ হাজার বছরেরও বেশি। ব্রোঞ্জ যুগের কোনও কিশোরের কঙ্কাল। হাড়ের পরীক্ষা করে বোঝা যাবে, ঠিক কী কারণে মৃত্যু হয়েছিল কিশোরের।
ব্রিটেনের সুপ্রাচীন স্থাপত্য স্টোনহেঞ্জ পৃথিবীর অন্যতম বিস্ময়। খ্রিস্টের জন্মের প্রায় ৩ হাজার বছর আগে তৈরি পাথরের এই স্থাপত্য এখনও অক্ষত। এত বছর পেরিয়েও কী ভাবে স্টোনহেঞ্জ অক্ষত, তার রহস্য এখনও উদ্ঘাটন করতে পারেননি গবেষকরা। উদ্ধার হওয়া কঙ্কালটি পরীক্ষা করে সে যুগের মানুষের খাওয়াদাওয়া, জীবনযাপনের ধরন সম্পর্কে আরও মূল্যবান তথ্য মিলবে বলেই মনে করছেন বিজ্ঞানীরা।
স্টোনহেঞ্জের আশেপাশে ব্লেড, কারুকার্য করা মাটির পাত্র, তামার গয়নাও পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা।
৪ হাজার বছরের কঙ্কাল-রহস্য বিলেতে
Reviewed by Thailand Life
on
10:51 AM
Rating:
No comments: