ফেসবুকে পুলিশের পোস্ট ঘরে ফিরলেন পথভোলা বৃদ্ধ
ফেসবুকের ওয়ালে একটা পোস্ট৷ সেটাই 'শেয়ার' হয়ে ছড়িয়ে পড়ল সাড়ে দশ হাজার পোস্টে৷ আর সেখান থেকেই শহরের পথে হারিয়েও নিজের বাড়ি খুঁজে পেলেন বৃদ্ধ ক্ষিতীশচন্দ্র রায়৷ নিখোঁজ বাবাকে খুঁজে পেলেন রাজারহাটের বাসিন্দা মৃণাল রায়৷
শহরের এক গাড়িচালক বিশ্বজিত্ নস্কর ও কাশীপুর থানার পুলিশের চেষ্টাতেই সম্ভব হয়েছে এই কাজ৷ বাবাকে ফিরে পেয়ে তৃপ্ত মৃণালবাবুর মন্তব্য, 'এ জন্যই এটা কলকাতা শহর!' কাশীপুর থানার ওসি দেবাশিস চক্রবর্তী বলেন, 'ভালো কাজের একটা আলাদা তৃপ্তি রয়েছে৷ বলতে পারেন, এই কাজটা করে মানসিক শান্তি পেয়েছি৷'
কী ভাবে ঘটল এই পুরো ঘটনা? ১ জুলাই বিটি রোড ধরে গাড়ি চালিয়ে কাজে যাচ্ছিলেন টালিগঞ্জের বাসিন্দা পেশায় চালক বিশ্বজিত্৷ তখন দুপুর বারোটা৷ হঠাত্ তিনি খেয়াল করেন কাশীপুরের ব্রিজের কাছে এক বয়স্ক ভদ্রলোক পড়ে রয়েছেন৷ কাছে গিয়ে বিশ্বজিত্ দেখতে পান বৃদ্ধ কোনওমতে শ্বাস নিচ্ছেন৷ মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না৷ তবে পরনের পোশাক দেখে বোঝা যাচ্ছে, যথেষ্ট সম্ভ্রান্ত ঘরের মানুষ তিনি৷ চালকের কাছ থেকে খবর পেয়ে তত্পর হয়ে ওঠে কাশীপুর থানার পুলিশ৷ পুলিশের উদ্যোগেই বছর আশির ওই বৃদ্ধকে নিয়ে যাওয়া হয় নর্থ সুবার্বন হাসপাতালে৷ সেখানেই চিকিত্সা শুরু হয় বৃদ্ধের৷ চিকিত্সকরা জানিয়ে দেন, তিনি অনেকটাই স্মৃতিশক্তি হারিয়েছেন৷ নাম, ঠিকানা কিছুই বলতে পারছেন না৷
তা হলে কী করা যায়? পুলিশকর্মীরাই সিদ্ধান্ত নেন, ফেসবুকের মাধ্যমে বৃদ্ধের ছবি ছড়িয়ে দেওয়া হবে৷ শুভানুধ্যায়ীদের মাধ্যমে পুলিশ ফেসবুকে সেই ছবি দিয়ে দেয়৷ সেটাই 'শেয়ার' হতে থাকে এক থেকে দশ হাজারে৷ জুলাই মাসের প্রথম সপ্তাহে খড়দহ থেকে এক ব্যক্তি থানায় যোগাযোগ করে জানান, বাবাকে ছ'মাস ধরে পাওয়া যাচ্ছে না৷ সম্ভবত হাসপাতালে ভর্তি বৃদ্ধই তার বাবা৷ কিন্ত্ত বৃদ্ধকে দেখার পর তিনিও জানিয়ে দেন, ইনি তাঁর বাবা নন৷ এরও এক সপ্তাহ পর হঠাত্ করে একদিন থানায় যোগাযোগ করেন রাজারহাটের জগদীশপুর, ঘোষপাড়ার বাসিন্দা মৃণালবাবু৷ তিনি হাসপাতালে এলে বৃদ্ধ নিজেই বলে ওঠেন, 'মনে হচ্ছে আমার আপনজন এসেছে৷'
পুলিশ অফিসারদের বাকিটা আর বুঝতে অসুবিধে হয়নি৷ বাবার ভোটার কার্ড-সহ অন্যান্য প্রমাণপত্র নিয়ে আসার পরই মৃণালের হাতে তুলে দেওয়া হয় ক্ষিতীশবাবুকে৷ মৃণালবাবু জানান, 'একসময় বেসরকারি সংস্থায় কাজ করতেন বাবা৷ বেশ কিছুদিন আগে বেরিয়ে আর ফেরেননি৷ প্রতিবেশী ফেসবুকে ছবি দেখে যোগাযোগ করতে বলেন৷ বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তা স্থানীয় থানায় জানানো হয়েছিল৷' কাশীপুর থানার সাব ইনস্পেক্টর দেবেন্দ্রনারায়ণ আচার্য বলেন, 'ভদ্রলোক খেতেই চাইতেন না৷ তবে হাসপাতালের কর্মীরা খুব যত্ন নিয়েছেন কয়েক সপ্তাহ৷' ভালো ভাবে নিজের বাড়িতে ফিরতে পারলেও, এই বিষয়টি একটি বড় প্রশ্ন তুলে দিয়েছে৷ কোনও ব্যক্তি নিখোঁজ হওয়ার পর বাড়ির লোক ডায়েরি করলে আধুনিক ব্যবস্থায় সেটা রাজ্যের সর্বত্র পৌছে যাওয়ার কথা৷ কিন্ত্ত মৃণালবাবু নিখোঁজ ডায়েরি করলেও, কেন ফেসবুকের হাত ধরে ঘরে ফিরতে হল বৃদ্ধকে?
শহরের এক গাড়িচালক বিশ্বজিত্ নস্কর ও কাশীপুর থানার পুলিশের চেষ্টাতেই সম্ভব হয়েছে এই কাজ৷ বাবাকে ফিরে পেয়ে তৃপ্ত মৃণালবাবুর মন্তব্য, 'এ জন্যই এটা কলকাতা শহর!' কাশীপুর থানার ওসি দেবাশিস চক্রবর্তী বলেন, 'ভালো কাজের একটা আলাদা তৃপ্তি রয়েছে৷ বলতে পারেন, এই কাজটা করে মানসিক শান্তি পেয়েছি৷'
কী ভাবে ঘটল এই পুরো ঘটনা? ১ জুলাই বিটি রোড ধরে গাড়ি চালিয়ে কাজে যাচ্ছিলেন টালিগঞ্জের বাসিন্দা পেশায় চালক বিশ্বজিত্৷ তখন দুপুর বারোটা৷ হঠাত্ তিনি খেয়াল করেন কাশীপুরের ব্রিজের কাছে এক বয়স্ক ভদ্রলোক পড়ে রয়েছেন৷ কাছে গিয়ে বিশ্বজিত্ দেখতে পান বৃদ্ধ কোনওমতে শ্বাস নিচ্ছেন৷ মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না৷ তবে পরনের পোশাক দেখে বোঝা যাচ্ছে, যথেষ্ট সম্ভ্রান্ত ঘরের মানুষ তিনি৷ চালকের কাছ থেকে খবর পেয়ে তত্পর হয়ে ওঠে কাশীপুর থানার পুলিশ৷ পুলিশের উদ্যোগেই বছর আশির ওই বৃদ্ধকে নিয়ে যাওয়া হয় নর্থ সুবার্বন হাসপাতালে৷ সেখানেই চিকিত্সা শুরু হয় বৃদ্ধের৷ চিকিত্সকরা জানিয়ে দেন, তিনি অনেকটাই স্মৃতিশক্তি হারিয়েছেন৷ নাম, ঠিকানা কিছুই বলতে পারছেন না৷
তা হলে কী করা যায়? পুলিশকর্মীরাই সিদ্ধান্ত নেন, ফেসবুকের মাধ্যমে বৃদ্ধের ছবি ছড়িয়ে দেওয়া হবে৷ শুভানুধ্যায়ীদের মাধ্যমে পুলিশ ফেসবুকে সেই ছবি দিয়ে দেয়৷ সেটাই 'শেয়ার' হতে থাকে এক থেকে দশ হাজারে৷ জুলাই মাসের প্রথম সপ্তাহে খড়দহ থেকে এক ব্যক্তি থানায় যোগাযোগ করে জানান, বাবাকে ছ'মাস ধরে পাওয়া যাচ্ছে না৷ সম্ভবত হাসপাতালে ভর্তি বৃদ্ধই তার বাবা৷ কিন্ত্ত বৃদ্ধকে দেখার পর তিনিও জানিয়ে দেন, ইনি তাঁর বাবা নন৷ এরও এক সপ্তাহ পর হঠাত্ করে একদিন থানায় যোগাযোগ করেন রাজারহাটের জগদীশপুর, ঘোষপাড়ার বাসিন্দা মৃণালবাবু৷ তিনি হাসপাতালে এলে বৃদ্ধ নিজেই বলে ওঠেন, 'মনে হচ্ছে আমার আপনজন এসেছে৷'
পুলিশ অফিসারদের বাকিটা আর বুঝতে অসুবিধে হয়নি৷ বাবার ভোটার কার্ড-সহ অন্যান্য প্রমাণপত্র নিয়ে আসার পরই মৃণালের হাতে তুলে দেওয়া হয় ক্ষিতীশবাবুকে৷ মৃণালবাবু জানান, 'একসময় বেসরকারি সংস্থায় কাজ করতেন বাবা৷ বেশ কিছুদিন আগে বেরিয়ে আর ফেরেননি৷ প্রতিবেশী ফেসবুকে ছবি দেখে যোগাযোগ করতে বলেন৷ বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তা স্থানীয় থানায় জানানো হয়েছিল৷' কাশীপুর থানার সাব ইনস্পেক্টর দেবেন্দ্রনারায়ণ আচার্য বলেন, 'ভদ্রলোক খেতেই চাইতেন না৷ তবে হাসপাতালের কর্মীরা খুব যত্ন নিয়েছেন কয়েক সপ্তাহ৷' ভালো ভাবে নিজের বাড়িতে ফিরতে পারলেও, এই বিষয়টি একটি বড় প্রশ্ন তুলে দিয়েছে৷ কোনও ব্যক্তি নিখোঁজ হওয়ার পর বাড়ির লোক ডায়েরি করলে আধুনিক ব্যবস্থায় সেটা রাজ্যের সর্বত্র পৌছে যাওয়ার কথা৷ কিন্ত্ত মৃণালবাবু নিখোঁজ ডায়েরি করলেও, কেন ফেসবুকের হাত ধরে ঘরে ফিরতে হল বৃদ্ধকে?
ফেসবুকে পুলিশের পোস্ট ঘরে ফিরলেন পথভোলা বৃদ্ধ
Reviewed by Thailand Life
on
3:28 AM
Rating:
No comments: