জীবনের ঝুঁকিতেই KICK পান এঁরা

উচ্চতা নিয়ে আপনার যদি বিন্দুমাত্র সংশয় বা ভয় থাকে, তাহলে এই প্রতিবেদন আপনার জন্যে নয়। তবে যাঁরা জীবনে KICK পান নানা রকম দুঃসাহসিক কাজ করে, তাঁদের এই প্রতিবেদনে একবার চোখ বোলাতেই হবে। 


লিওনার্দো এডসন পেরিয়েরা (২৩) এবং তাঁর প্রেমিকা ভিক্টোরিয়া মেডিয়েরোস নাদের (১৮) করে ফেলেছেন গায়ে কাঁটা দেওয়া এমনই একটি দুঃসাহসিক কাজ। প্রাণ হাতে করে এই দম্পতি পা বাড়িয়েছিলেন সাক্ষাত্‍‌ মৃত্যুর দিকে। কিন্তু ভয় আর মৃত্যুকে বুড়ো আঙুল দেখিয়ে তাঁরা হাসিমুখে পোজ দিয়েছেন ক্যামেরার জন্যে। 

তবে এ পোজ যে সে পোজ নয়। ব্রাজিলের পেদ্রা দ গাভিয়া-র এই দৃশ্য ভয়ংকর সুন্দর। সেখানেই সমুদ্র থেকে প্রায় তিন হাজার ফুট উচ্চতায় একটি ঝুলন্ত পাথরের উপর বিভিন্ন পোজ-এ দাঁড়িয়ে ছবি তুলেছেন লিওনার্দো এবং ভিক্টোরিয়া। 


এঁরা খুব ভালোভাবেই জানতেন, এখান থেকে একবার হাত পিছলানোর অর্থই হল ৩ হাজার ফুট নীচে গভীর সমুদ্রের কোলে সলীল সমাধি। কিন্তু তাঁদের জীবনের মূল মন্ত্রই হল মরতে তো এখবার হবে। তাই জীবনে কোনও আফসোস নিয়ে বাঁচা নয়।

জীবনের ঝুঁকিতেই KICK পান এঁরা জীবনের ঝুঁকিতেই KICK পান এঁরা Reviewed by Thailand Life on 7:13 PM Rating: 5

No comments:

Powered by Blogger.