শিয়রে স্বামীর ফাঁসি, এখনও রাহিনের আশা আল্লাহ মুখ তুলে চাইবেন
১৯৯৩ সালের ১২ মার্চ। মুম্বই বিস্ফোরণে সেদিন প্রাণ হারিয়েছিলেন ২৫৭ জন। তারপর কেটে গিয়েছে দীর্ঘ ২২ বছর। জেলের কুঠুরিতেই এই ২২ বছর কাটিয়েছেন সেদিনের বিস্ফোরণের মূলচক্রী ইয়াকুব মেমন। এই ২২ বছরে নিঃসঙ্গ জীবন কাটিয়েছেন তার স্ত্রী রাহিন, ধীরে ধীরে বেড়ে উঠেছেন মেয়ে জুবেইদা। এতদিনে এই প্রথম সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন তারা। জি নিউজকে জানালেন কী চলছে তাদের মনরে ভিতর।
স্বামীর বাঁচার আশা প্রায় ক্ষীণ। কিন্তু, এখনও রাহিনের আশা আল্লাহ মুখ তুলে চাইবেন। আরেকটি বার ভেবে দেখবে ভারত সরকার। ফাঁসির সাজা মকুব করে স্বামীকে যাবজ্জীবনের সাজা শোনাবে আদালত। চিন্তিত স্বামীর অসুস্থতা নিয়েও। জি নিউজের সঙ্গে কথা বলতে বলতে ধরে এল গলা। জানালেন স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত স্বামীর মানসিক অবস্থাও স্থিতিশীল নয়।
অন্যদিকে, ১৯৯৪ সালে জন্মানো জুবেইদা একদিনও কাটাননি বাবার সঙ্গে। জেলে যতবারই গেছেন বাবা পড়াশোনা করতে উত্সাহ দিয়েছেন, পজিটিভ থাকতে বলেছেন মনেই মনে করতে পারলেন জুবেইদা। বাবা তার কাছে একজন 'ভদ্রলোক' ও 'দেশপ্রেমী'। বাবা, মায়ের সঙ্গে একসঙ্গে বাকি জীবনটা কাটাবেন এটাই তার একমাত্র ইচ্ছা।
শিয়রে স্বামীর ফাঁসি, এখনও রাহিনের আশা আল্লাহ মুখ তুলে চাইবেন
Reviewed by Thailand Life
on
12:41 AM
Rating:
No comments: