বেড়াতে গিয়ে আরামে থাকুন নর্দমার পাইপে!

বেড়াতে গিয়ে হোটেল সমস্যায় জেরবার। কোনও হোটেল বাসযোগ্যই নয়, আবার কোনওটার দাম থাকে ধরাছোঁয়ার বাইরে। আপনাদের জন্য রইল এমন একটি হোটেলের সুলুকসন্ধান, যেখানে গেলে হোটেল নিয়ে আপনার যাবতীয় অভিযোগ মিটে যাবে। 

ওয়ান বেডরুম হোটেল। সুন্দর বালিশ-বিছানা, একটি ছোট টেবিল, একটি ল্যাম্প, দেওয়ালে বিখ্যাত শিল্পীর পেইন্টিং কী নেই? ভাড়ার কথা ভাবছেন? না, সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। কারণ এই হোটেলের একটা নিয়ম আছে। আপনার যা ইচ্ছে তা-ই ভাড়া হিসেবে দিতে পারেন। 


অস্ট্রিয়ায় দানিয়ুব নদীর কাছে দাস পার্ক হোটেল। অস্ট্রিয়ার আর্কিটেক্ট অ্যান্ড্রিয়াস স্ট্রসের মস্তিষ্কপ্রসূত এই বিশেষ হোটেল তৈরিও হয়েছে এক বিশেষ পদ্ধতিতে। বিশাল আকারের নর্দমার পাইপকে সংস্কার করে বিলাসবহুল হোটেলের রূপ দেওয়া হয়েছে।




একেকটা পাইপই হল একেকটা বেডরুম। পাশেই করা হয়েছে খাবার-দাবার ও বাথরুমের ব্যবস্থা। পর্যটকরা নিজেদের সামর্থ অনুযায়ী ভাড়া দিয়েই থাকতে পারেন এই বিশেষ হোটেলে। 
বেড়াতে গিয়ে আরামে থাকুন নর্দমার পাইপে! বেড়াতে গিয়ে আরামে থাকুন নর্দমার পাইপে! Reviewed by Thailand Life on 7:19 PM Rating: 5

No comments:

Powered by Blogger.