গর্ভেই গায়ে গুলি, প্রসবের ৫ দিন পর জ্ঞান ফিরল শিশুর
তখনও বাইরের আলো দেখেনি সে। মাতৃজঠরে নিশ্চিন্ত বসবাস। কিন্তু বিশ্বের সবচেয়ে নিরাপদ স্থানেও ক্ষতবিক্ষত হল সে। তবে বিস্ময় হল, গভীর ক্ষত নিয়েই প্রসবের ৫ দিন পর পৃথিবীর আলো দেখল ওই সদ্যোজাত। আপাতত লড়াই চালাচ্ছে জীবন-মৃত্যুর সঙ্গে। বাংলাদেশের মাগুরার ঘটনা।
সম্প্রতি মাগুরায় এক অন্তঃসত্ত্বা মহিলাকে গুলি করে একদল দুষ্কৃতী। গুলি লাগে মহিলার পেটে। বুলেট এফোঁড়-ওফোঁড় হয়ে যায় গর্ভের শিশুটিরও। ওই অবস্থাতেই অস্ত্রোপচার করে শিশুটিকে বের করে ডাক্তাররা। এরপরই বিস্ময়! বুলেটে আক্রান্ত সদ্যোজাত তখনও বেঁচে। এক মুহূর্তও দেরি না করে মা ও শিশুকন্যাকে বাঁচানোর জন্য ডাক্তাররা একটি মেডিক্যাল বোর্ড গঠন করেছেন।
শিশুটির মা নাজমা বেগম এখনও সংজ্ঞাহীন। শিশুটির অবস্থাও উদ্বেগজনক। তবে চিকিত্সকরা আশাবাদী, দু'জনকেই বাঁচানো যাবে। মাগুরার হাসপাতালে এখন প্রার্থনা চলছে মা ও শিশুর জন্য। মাগুরা হাসপাতালের এক চিকিত্সক জানিয়েছেন, শিশুটির বুকে মারাত্মক আঘাত লেগেছে। ডান হাতও জখম হয়েছে। এখনই সঙ্কটমুক্ত বলা যাচ্ছে না। সবাই শিশুকন্যাটির নাম রেখেছে মরিয়ম।
সম্প্রতি মাগুরায় এক অন্তঃসত্ত্বা মহিলাকে গুলি করে একদল দুষ্কৃতী। গুলি লাগে মহিলার পেটে। বুলেট এফোঁড়-ওফোঁড় হয়ে যায় গর্ভের শিশুটিরও। ওই অবস্থাতেই অস্ত্রোপচার করে শিশুটিকে বের করে ডাক্তাররা। এরপরই বিস্ময়! বুলেটে আক্রান্ত সদ্যোজাত তখনও বেঁচে। এক মুহূর্তও দেরি না করে মা ও শিশুকন্যাকে বাঁচানোর জন্য ডাক্তাররা একটি মেডিক্যাল বোর্ড গঠন করেছেন।
শিশুটির মা নাজমা বেগম এখনও সংজ্ঞাহীন। শিশুটির অবস্থাও উদ্বেগজনক। তবে চিকিত্সকরা আশাবাদী, দু'জনকেই বাঁচানো যাবে। মাগুরার হাসপাতালে এখন প্রার্থনা চলছে মা ও শিশুর জন্য। মাগুরা হাসপাতালের এক চিকিত্সক জানিয়েছেন, শিশুটির বুকে মারাত্মক আঘাত লেগেছে। ডান হাতও জখম হয়েছে। এখনই সঙ্কটমুক্ত বলা যাচ্ছে না। সবাই শিশুকন্যাটির নাম রেখেছে মরিয়ম।
গর্ভেই গায়ে গুলি, প্রসবের ৫ দিন পর জ্ঞান ফিরল শিশুর
Reviewed by Thailand Life
on
9:31 AM
Rating:
No comments: