শিশুর মল পরীক্ষায় জানা যাবে ভবিষ্যৎ!
সদ্যজাত শিশুর মল পরীক্ষা করে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। শিশুর মল বিশ্লেষণ করে জানা সম্ভব তার বোধশক্তির বিকাশ ও বুদ্ধিমত্তার দৌড়। সম্প্রতি এমনই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা।
যুক্তরাষ্ট্রের কেস ওয়েস্টার্ন রিজার্ভ বিশ্ববিদ্যালয়ের গবেষক মিইয়াং মিন জানিয়েছেন, বয়ঃসন্ধির সময় বোধশক্তি ও যুক্তি নির্ণয়ে কোনও সমস্যা দেখা দেবে কি না, তা সদ্যজাতের মলের প্রথম নমুনা পর্যালোচনা করে আগাম জানা সম্ভব। তিনি জানিয়েছেন, গর্ভবতী অবস্থায় কোনও নারী মদ্যপান করলে সদ্যজাত শিশুর মলে তার প্রভাব পড়ে। এর ফলে সদ্যজাতের মলের প্রাথমিক নমুনায় (মেকোনিয়াম) অতিরিক্ত মাত্রায় ফ্যাটি অ্যাসিড এবং ইথাইল এস্টার্স-এর উপস্থিতি দেখা দিতে পারে যা ভবিষ্যতে তার বোধ ও চিন্তাশক্তির উপর ক্ষতিকর প্রভাব ছড়াতে পারে।
গবেষকদের মতে, শিশুরোগ বিশেষজ্ঞরা এই তথ্য সম্পর্কে ওয়াকিবহাল থাকলে পরবর্তীকালে রোগ নির্ণয় ও তার নিরাময়ের ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে। অধ্যাপক মিইয়াং মিনের মতে, 'অতিরিক্ত মাত্রায় ফ্যাটি অ্যাসিড ও ইথাইল এস্টার্সের সঙ্গে শিশুর মনোবিকাশের যোগসূত্র খুঁজতে বিস্তারিত সমীক্ষা চালানো হয়। বয়ঃসন্ধির সময় বিভিন্ন মানসিক সমস্যার পিছনে এই ২ রসায়নের প্রভাব সম্পর্কে এখন আমরা নিশ্চিত।' তিনি জানিয়েছেন, 'গর্ভাবস্থায় মদ্যপানের মারাত্মক ফল হতে পারে। এর জেরে ভবিষ্যতে শিশুর স্বাভাবিক মানসিক বৃদ্ধি ঘিরে সমস্যা তৈরি হতে পারে।'
গবেষণায় মোট ২১৬টি সদ্যজাতের মেকোনিয়াম পরীক্ষা করা হয়। পরবর্তীকালে এই শিশুদের বয়স ৯, ১১ ও ১৫ বছর হলে তাদের পরীক্ষা করা হয়। গবেষকদের মতে, জন্মের সময় যে শিশুর দেহে ক্ষতিকারক অতিরিক্ত ফ্যাটি অ্যাসিড ও ইথাইল এস্টার্স মিলেছিল, পরবর্তীকালে তাদের আইকিউ উল্লেখযোগ্য মাত্রায় ঘাটতি দেখা গেছে।
শিশুর মল পরীক্ষায় জানা যাবে ভবিষ্যৎ!
Reviewed by Thailand Life
on
5:36 AM
Rating:
No comments: