গুহা থেকে বেরোল সাড়ে পাঁচ লাখ বছরের নরদাঁত

প্রায় ৫ লাখ ৬০ হাজার বছর আগের একটি দাঁত খুঁজে পেলেন ফ্রান্সের দুই প্রত্নতত্ত্বের ছাত্র। এই দাঁতটির খোঁজ তাঁরা পেয়েছেন দক্ষিণ পশ্চিম ফ্রান্সের একটি প্রাগৈতিহাসিক গুহার ভিতরে। ফ্রান্সে আবিষ্কৃত এটিই সব থেকে প্রাচীন মানব দেহাংশ। 

ইউরোপের অন্যতম প্রাচীন প্রাগৈতিহাসিক অঞ্চল তাওতাভেল-এ খনন কাজের সময়ে পাওয়া যায় এই দাঁত। বিজ্ঞানীদের তত্ত্বাবধানে সেখানে সেই সময়ে কাজ করছিলেন প্রায় ৪০ জন। তাওতাভেলের আর্কিওলজিকাল ল্যাবরেটরির এক গবেষক পালিওঅ্যানথ্রপোলজিস্ট টোনি শেভালিয়ার জানিয়েছেন এই আবিষ্কার খুবই গুরুত্বপূর্ণ। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্‍‌কারে শেভালিয়ার জানিয়েছেন এই আবিষ্কার স্পেন এবং জার্মানি থেকে পাওয়া মানব জীবাশ্মের মধ্যে যে সময়ের ব্যবধান ছিল তা মেটাতে সাহায্য করবে। এই দাঁত ছাড়াও গুহার ভিতর থেকে পাওয়া গিয়েছে নানা প্রাগৈতিহাসিক যন্ত্র, এবং ঘোড়া, মোষের মতো প্রাণীর হাড়। 
গুহা থেকে বেরোল সাড়ে পাঁচ লাখ বছরের নরদাঁত গুহা থেকে বেরোল সাড়ে পাঁচ লাখ বছরের নরদাঁত Reviewed by Thailand Life on 4:54 AM Rating: 5

No comments:

Powered by Blogger.