জ্যান্ত শিশু চিবিয়ে খেল শুয়োরে


হায়দরাবাদের কাছেই দেবারাকাডরার বালুসুপল্লি গ্রামে মাত্র পাঁচ মাসের এক শিশুকে ছিঁড়ে খেল শুয়োরের দল। বাচ্চাকে ঘরে শুইয়ে রেখে, রোজের মতোই কাজে বেরিয়েছিলেন মা। দিনমজুরি করে তাঁকে সংসার চালাতে হয়। ঘরে ছিল বড় মেয়ে। বছর এগারোর সেই মেয়েকেই বলে গিয়েছিলেন ছোট মেয়েকে দেখতে। 



এর মধ্যেই ঘটে যায় ঘটনাটা। ছোট বোনকে ঘরে একলা ফেলে, কাছেই কোথাও বেরিয়েছিল এগারোর সেই মেয়েটি। তার মধ্যেই ঘরে ঢুকে পড়ে শুয়োরের পাল। মেঝেতে শুইয়ে রাখা সেই শিশুটিকে জীবন্তই ছিঁড়ে খেয়ে ফেলে তারা। ঘরে দরজা না-থাকায়, রাস্তায় ঘুরে বেড়ানো শুয়োরগুলোর ঘরে ঢুকে পড়তে সমস্যা হয়নি। 

দেবারাকাডরার এসআই বিনয় কুমার রেড্ডি জানান, দিনমজুর মহিলার কথা অনুযায়ী, তিনি বড় মেয়ের কাছে কোলের সন্তানকে রেখে, কাজে বেরিয়েছিলেন। কিন্তু, বড় মেয়ে ঘরে ছিল না। তার মধ্যেই এই কাণ্ড ঘটে যায়। কাজ থেকে ফিরে দেখেন, ছোট মেয়ের ক্ষতিবিক্ষত দেহের কয়েক টুকরো মাংসপিণ্ড পড়ে। কিন্তু, প্রতিবেশীরা মনে করছেন, এর পিছনে অন্য কোনও গল্প রয়েছে। শুয়োরে শিশুকে ছিঁড়ে খেয়েছে, এটা প্রতিবেশীরা মানতে নারাজ। 


পুলিশ জানায়, মহিলার স্বামী চার মাসে আগে আত্মহত্যা করেন। মহিলার পাঁচ সন্তান।
জ্যান্ত শিশু চিবিয়ে খেল শুয়োরে জ্যান্ত শিশু চিবিয়ে খেল শুয়োরে Reviewed by Thailand Life on 9:33 AM Rating: 5

No comments:

Powered by Blogger.