আকাশ থেকে পড়লেন ‘অ্যাঞ্জেল’! (VDO)

ঠাকুরমার ঝুলি বা নিদেনপক্ষে আরব্য রজনী-তে এমনটা হলে আমরা কেউই আশ্চর্য হতাম না। কিন্তু বাস্তবে যদি শোনেন, আকাশ থেকে একজন বৃদ্ধ অ্যাঞ্জেল মাটিতে পড়ে গিয়েছেন এবং তাঁকে জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে এক কথায় উড়িয়ে দেবেন। তবে সম্প্রতি ইন্টারনেটে এ ছবি ভাইরাল হয়ে গিয়েছে। 


ছবিতে দেখা যাচ্ছে একজন বৃদ্ধ অ্যাঞ্জেল অচৈতন্য অবস্থায় মাটিতে শুয়ে রয়েছেন। তাঁকে জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে। পক্ককেশ একজন বৃদ্ধ যিনি দেখতে সাধারণ মানুষের মতোই। তবে শুধু একটাই ফারাক রয়েছে। তাঁর পিঠে এক জোড়া ডানা রয়েছে। চোখ বন্ধ করে শুয়ে রয়েছেন শান্তিতে। 

আসলে এই অসাধারণ মূর্তিটি তৈরি করেছেন দুই চিনা শিল্পী সুন ইউয়ান এবং পেং ইউ। বেজিংয়ে একটি গ্যালারিতে এমন দৃশ্য দেখে তাজ্জব হয়ে গিয়েছেন অনেকেই। প্রচুর দর্শক এই ধন্দে পড়ে যান এই ভেবে, যাঁকে দেখছেন তা সত্যিই আকাশ থেকে পড়লেন কিনা। শিল্পীরা এই মূর্তিটির নাম দিয়েছেন 'দ্য ফলেন অ্যাঞ্জেল'।

আকাশ থেকে পড়লেন ‘অ্যাঞ্জেল’! (VDO) আকাশ থেকে পড়লেন ‘অ্যাঞ্জেল’! (VDO) Reviewed by Thailand Life on 7:42 PM Rating: 5

No comments:

Powered by Blogger.