ভূমিকম্প শুধু পৃথিবীতেই নয় পৃথিবীর উপগ্রহ চাঁদেও হয়। সম্প্রতি ভারতের গবেষকেরা জানিয়েছেন, চাঁদেও পৃথিবীর মতো টেকটোনিক প্লেট আছে। চাঁদের পৃষ্ঠের নিচের এই প্লেটগুলোর নড়াচড়ার কারণে সেখানে ভূমিকম্প হয়।
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা চন্দ্রযান ১ এর ন্যারো অ্যাঙ্গেল ক্যামেরা ও লুনার রিকোনাইসেন্স অরবিটার ক্যামেরায় তোলা ছবি বিশ্লেষণ করে চাঁদে টেকটোনিক প্লেটের অস্তিত্ব রয়েছে বলে দাবি করেছেন।
গবেষক সৌমিত্র মুখার্জি দাবি করেন, চাঁদের টেকটোনিক প্লেটের নিচে কোর হিসেবে কোনো তরল পদার্থ রয়েছে। অর্থাৎ চাঁদের গঠন অনেকটা পৃথিবীর মতোই। সেই অর্থে চাঁদ ও পৃথিবীর মধ্যে ভূমিকম্প নিয়ে তুলনামূলক গবেষণা করা যায়। বর্তমানে ভূমিকম্পের পূর্বানুমান করার কোনো ব্যবস্থা নেই। টেকটোনিক প্লেট নিয়ে গবেষণা করে এবং চাঁদের সঙ্গে তুলনা করে এ ধরনের ঘটনার পূর্বাভাস জানার ব্যবস্থা করা যেতে পারে।
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা চন্দ্রযান ১ এর ন্যারো অ্যাঙ্গেল ক্যামেরা ও লুনার রিকোনাইসেন্স অরবিটার ক্যামেরায় তোলা ছবি বিশ্লেষণ করে চাঁদে টেকটোনিক প্লেটের অস্তিত্ব রয়েছে বলে দাবি করেছেন।
গবেষক সৌমিত্র মুখার্জি দাবি করেন, চাঁদের টেকটোনিক প্লেটের নিচে কোর হিসেবে কোনো তরল পদার্থ রয়েছে। অর্থাৎ চাঁদের গঠন অনেকটা পৃথিবীর মতোই। সেই অর্থে চাঁদ ও পৃথিবীর মধ্যে ভূমিকম্প নিয়ে তুলনামূলক গবেষণা করা যায়। বর্তমানে ভূমিকম্পের পূর্বানুমান করার কোনো ব্যবস্থা নেই। টেকটোনিক প্লেট নিয়ে গবেষণা করে এবং চাঁদের সঙ্গে তুলনা করে এ ধরনের ঘটনার পূর্বাভাস জানার ব্যবস্থা করা যেতে পারে।
চাঁদে ভূমিকম্প!
Reviewed by Thailand Life
on
10:00 PM
Rating: 5
No comments: