মহাকাশে আর একটা পৃথিবীর আবিষ্কার
মহাকাশে আর একটা পৃথিবী আবিষ্কারের কথা ঘোষণা করল নাসা। আকার ও চারিত্রিক দিক থেকে অনেকটা পৃথিবীর মতোই এই নতুন গ্রহটি। এর নাম দেওয়া হয়েছে কেপলার ৪৫২বি।
পৃথিবী থেকে ১,৪০০ আলোকবর্ষ দূরে মহাকাশের গভীরে রয়েছে আর একটা পৃথিবী। ভিনগ্রহে প্রাণের সন্ধান চালাতে গিয়ে এই গ্রহ ধরা পড়েছে নাসার কেপলার স্পেস টেলিস্কোপে। নতুন এই গ্রহকে পৃথিবী সদৃশ বলার বেশ কয়েকটা কারণ রয়েছে। পৃথিবী যেমন সূর্যকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট অক্ষপথে প্রদক্ষিণ করে চলেছে, নতুন এই গ্রহটিও নির্দিষ্ট একটি অক্ষ বরাবর একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫দিন, আর এই গ্রহটির নক্ষটিকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে ৩৮৫ দিন।
কেপলার ৪৫২বি গ্রহটির প্রকৃতি সম্পর্কে বিশদে এখনও কিছু জানা না গেলেও, মনে করা হচ্ছে পৃথিবীর মতোই পাথুড়ে।এই গ্রহ। তবে, পৃথিবীতে যে পরিমাণ পাথর রয়েছে, তার থেকে পাঁচগুণ রয়েছে কেপলার ৪৫২বি-তে। এই গ্রহটি আকারেও পৃথিবীর থেকে ৬০% বড় বলে জানিয়েছে নাসা।
পৃথিবী থেকে ১,৪০০ আলোকবর্ষ দূরে মহাকাশের গভীরে রয়েছে আর একটা পৃথিবী। ভিনগ্রহে প্রাণের সন্ধান চালাতে গিয়ে এই গ্রহ ধরা পড়েছে নাসার কেপলার স্পেস টেলিস্কোপে। নতুন এই গ্রহকে পৃথিবী সদৃশ বলার বেশ কয়েকটা কারণ রয়েছে। পৃথিবী যেমন সূর্যকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট অক্ষপথে প্রদক্ষিণ করে চলেছে, নতুন এই গ্রহটিও নির্দিষ্ট একটি অক্ষ বরাবর একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫দিন, আর এই গ্রহটির নক্ষটিকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে ৩৮৫ দিন।
কেপলার ৪৫২বি গ্রহটির প্রকৃতি সম্পর্কে বিশদে এখনও কিছু জানা না গেলেও, মনে করা হচ্ছে পৃথিবীর মতোই পাথুড়ে।এই গ্রহ। তবে, পৃথিবীতে যে পরিমাণ পাথর রয়েছে, তার থেকে পাঁচগুণ রয়েছে কেপলার ৪৫২বি-তে। এই গ্রহটি আকারেও পৃথিবীর থেকে ৬০% বড় বলে জানিয়েছে নাসা।
মহাকাশে আর একটা পৃথিবীর আবিষ্কার
Reviewed by Thailand Life
on
11:35 PM
Rating:
No comments: