প্যাসিভ স্মোকিং বাড়িয়ে তুলছে স্ট্রোকের সম্ভাবনা

দিনে দিনে বাড়ছে প্যাসিভ স্মোকারদের মধ্যে স্ট্রোকের সম্ভাবনা। গবেষকরা জানিয়েছেন গত কয়েক বছরে এই ঝুঁকি ৩০% বৃদ্ধি পেয়েছে।

দক্ষিণ ক্যারোলিনার মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন হাইপারটেনশন, ডায়েবেটিশ এবং অনান্য হার্টের অসুখের সঙ্গে প্যাসিভ স্মোকিংও সাঙ্ঘাতিকহারে বাড়িয়ে তুলছে স্ট্রোকের রিস্ক।
২২,০০০ জন স্ট্রোকে আক্রান্ত মানুষের মধ্যে সমীক্ষা চালিয়ে দেখা গেছে ২৩% আক্রান্ত হয়েছেন প্যাসিভ স্মোকিংয়ের ফলে।
এপ্রিল ২০০৩ থেকে মার্চ ২০১২ সালের মধ্যে প্যাসিভ স্মোকিংয়ের ফলে স্ট্রোকে আক্রান্ত ৪২৮ জনের খবর নথিবদ্ধ করা হয়েছে। প্যাসিভ স্মোকিংয়ের ফলে মস্তিষ্কে রক্ত সংবহন ব্যহত হয়। ফলে বাড়ে স্ট্রোকের সম্ভাবনা।
এই নিয়ে আরও বিস্তারির গবেষণার প্রয়োজন আছে বলে জানিয়েছেন গবেষকরা।

প্যাসিভ স্মোকিং বাড়িয়ে তুলছে স্ট্রোকের সম্ভাবনা প্যাসিভ স্মোকিং বাড়িয়ে তুলছে স্ট্রোকের সম্ভাবনা Reviewed by Thailand Life on 1:06 AM Rating: 5

No comments:

Powered by Blogger.