বালিশ বদলালে বয়স থমকে যাবে
ত্বক যাতে সহজে বুড়িয়ে না যায়, তার জন্য কিছু কম কসুর করেন না৷ বাইরে বেরোনোর আগে দামী সানস্ক্রিন, এক্সফোলিয়েটর কিংবা রাতে শুতে যাওয়ার আগে অ্যান্টি এজিং ক্রিম-হাজার রকমের তরিবত৷ কিন্তু আপনার সযত্নে মেনে চলা বিউটি রেজিমও বয়সের ছাপের হাত থেকে রেহাই দিতে পারে না৷ তাতে বাদ সাধছে আপনার সাধের বালিশটি৷ আসলে রাতে যাদের পাশ ফিরে ঘুমনোর অভ্যাস, তারা সকালে উঠে খেয়াল করবেন, যে মুখের বিশেষ করে চোখের নীচের ত্বক সামান্য কুঁচকে আছে৷
বিশেষ করে পাশ ফিরে শোয়ার কারণে মুখের যে দিকের ত্বকে চাপ পড়ে সেই দিকের ত্বকেই এই কুঁচকনো ভাবটা বেশি৷ এটা যদি নিয়মিত চলে তাহলে ত্বকে কিছুটা হলেও বয়সের ছাপ পড়তে বাধ্য৷ অতোএব উপায়? একটাই৷ বালিশ বদলানো৷ আপনার রোজকার সাধারণ বালিশের বদলে ব্যবহার করুন অ্যান্টি রিঙ্কেল পিলো৷ হ্যাঁ, এমন বালিশও মোটেই অমিল নয় বাজারে৷ একটু যা বেশি দাম৷ কিন্তু আপনার ত্বকের তুলনায় নেহাতই তুচ্ছ৷
আসলে পাশ ফিরে শুলে, সাধারণ বালিশে, মুখটা চেপে যায়৷ ফলে স্বাভাবিক ভাবেই ভাঁজ পড়ে৷ অ্যান্টি রিঙ্কেল পিলোতে আপনার মুখে চাপ পড়ে না৷ কারণ বালিশের অ্যালাইনমেন্ট এমন ভাবে তৈরি হয়, যাতে ঘুমোনোর সময়ও আপনার মুখটা একটু তোলা অবস্থায় থাকে৷ তার ফলে মুখে চাপ পড়ে না৷ এবং ফাইন লাইনের আশঙ্কা অনেকটাই কমে যায়৷ তবে মাথায় রাখবেন সাধারণ বালিশে ঘুমোনোর সময় ঘাড় আর মাথা যে পজিশনে থাকে, অ্যান্টি রিঙ্কেল পিলো ব্যবহারের ফলে সেটা বদলে যায়৷ ফলে এই বালিশে অভ্যস্ত হতে সময় লাগে৷
এই বালিশ আপনাকে পাশ ফিরে না শোয়ার অভ্যেস করে দেবে৷ কারণ পাশ ফিরে শুলে ঘাড়ে অস্বস্তি হওয়ার সম্ভাবনা থাকে| অ্যান্টি রিঙ্কেল পিলো বিভিন্ন ধরনের হয়৷ তাই কোনটা আপনার উপযুক্ত, সেটা দেখে কিনবেন৷ এমন অ্যান্টি রিঙ্কেল পিলোও রয়েছে, যা বেড়াতে যাওয়ার সময়, ট্রেনে বা বাসে ব্যবহার করা যেতে পারে৷ তিন সপ্তাহ কেটে যাওয়ার পরেও যদি দেখেন, এই অস্বস্তি কাটছে না, তাহলে এই পিলো না ব্যবহার করাই ভালো৷ কারণ তাতে হিতে বিপরীত হতে পারে৷
বালিশ বদলালে বয়স থমকে যাবে
Reviewed by Thailand Life
on
6:04 AM
Rating:
No comments: