দুনিয়ার সেরা ৩ ব্যয়বহুল শহর কোনগুলো?

 পয়সা জমিয়ে দেশ-বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন? সেক্ষেত্রে এই শহরগুলিতে যাওয়ার পরিকল্পনা থাকলে পকেট যথেষ্ট মোটা করে নেওয়াই দস্তুর। সম্প্রতি প্রকাশিত ব্যয়বহুল শহরের তালিকায় প্রথমেই উঠে এসেছে কেম্যান আইল্যান্ডস। দ্বিতীয় স্থানে রয়েছে সুইত্‍‌জারল্যান্ডের জুরিখ। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলির সুলুক সন্ধান রইল পাঠকদের জন্য। ভ্রমণের পরিকল্পনায় তালিকাটি কাজে লাগবে। 

১. কেম্যা আইল্যান্ডস 

বিশ্বের ব্যয়বহুল শহরগুলির মধ্যে প্রথমেই নাম রয়েছে কেম্যান আইল্যান্ডস-এর। ক্যারিবিয়ান সাগরের তীরবর্তী এই ব্রিটিশ ওভারসিজ টেরিটরি-তে থাকার খরচ সবচেয়ে বেশি। ব্যয়বহুল গণপরিবহণেও এই শহর এক নম্বরে। 



২. জুরিখ 

বহু ভ্রমণপিপাসুর কাছেই সুইত্‍‌জারল্যান্ড প্রথম পছন্দের দেশ। তবে সুইত্‍‌জারল্যান্ড বেড়াতে যাওয়ার প্ল্যান থাকলে, খরচের বিষয়টিও মাথায় রাখা দরকার। কারণ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছে সুইত্‍‌জারল্যান্ডের শহর জুরিখ। 


৩. লন্ডন ব্যয়বহুল শহরের তালিকায় তৃতীয় স্থানেই রয়েছে ব্রিটেনের রাজধানী। শুধু থাকার খরচই নয়, গণপরিবহণ লন্ডনে বেশ খরচা সাপেক্ষ। ব্যবহুল গণপরিবহণে লন্ডনের স্থান বিশ্বে দ্বিতীয়। সিনেমার টিকিটের দামও সবচেয়ে বেশি লন্ডনেই। 


ব্যয়বহুল শহরগুলির তালিকা নিয়েই যদিও আলোচনা, তবুও এই তথ্যটি জেনে রাখা ভাল, বিশ্বের সবচেয়ে সস্তার শহর চেন্নাই। চেন্নাইয়ে থাকা-খাওয়ার খরচ সবচেয়ে কম। কলকাতা নয়


দুনিয়ার সেরা ৩ ব্যয়বহুল শহর কোনগুলো? দুনিয়ার সেরা ৩ ব্যয়বহুল শহর কোনগুলো? Reviewed by Thailand Life on 11:23 AM Rating: 5

No comments:

Powered by Blogger.