এই বাস ড্রাইভার জঙ্গিদের হাত থেকে বাঁচিয়েছেন ৭০ যাত্রীকে
দুঃসাহসিক! এলোপাথাড়ি গুলি চালাচ্ছে জঙ্গিরা। পাল্টা জবাব দিচ্ছে পুলিশ। যে কোনও ব্যক্তির গায়ে গুলি লাগতে পারে। এহেন অগ্নিগর্ভ পরিস্থিতে মাথা ঠান্ডা রেখে ৭০ জন যাত্রীকে বাঁচালেন পঞ্জাব রোডওয়েজ-এর বাসচালক নানক চাঁদ শর্মা। জঙ্গিদের একে ৪৭ উপেক্ষা করেই। সাহসিকতার জন্য নানক চাঁদ শর্মাকে পুরস্কার দিতে চলেছে পঞ্জাব সরকার।
পঞ্জাবের গুরদাসপুরে তখন সবে জঙ্গি হামলা শুরু হয়েছে। জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালিয়ে হত্যালীলায় মগ্ন। ওই সময়েই ৭৫ জন যাত্রী নিয়ে ঘটনাস্থলে বাসচালক নানকচাঁদ শর্মা। জঙ্গিদের বন্দুকের নল তখন নানকের বাসের দিকে। চলছে গুলি। বাস থেকে নেমে পালিয়ে যাওয়ার কথা ভাবেননি তিনি। বরং ভাবতে শুরু করেন, কী ভাবে যাত্রীদের বাঁচাবেন। মাথা ঠান্ডা রেখে গতি বাড়ালেন বাসের। গুলির মধ্যে দিয়েই ছোটালেন বাস। সোজা নিকটবর্তী সরকারি হাসপাতাল।
বাসের ৭০ জন যাত্রীর মধ্যে কয়েকজনের শরীরে জঙ্গিদের গুলি ছুঁয়ে বেরিয়ে যায়। সব আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করেই পুলিশকে ফোন করেন নানক। নানকরে কথায়, 'আমার বাসে ৭৫ জন যাত্রী ছিলেন। আমি ভাবলাম এঁদের জীবন বাঁচানো আমার দায়িত্ব। তাই বাস থামাইনি। '
সোমবার বিকেল সাড়ে ৫টা নাগাদ হামলা চালায় জঙ্গিরা। সেই সময় অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দেন নানক। পঞ্জাব রোডওয়েজ-এর জেনারেল ম্যানেজারের কথায়, 'চালকের সাহসিকতার জন্যই এতগুলো জীবন বাঁচল। না-হলে যাত্রীরা অনায়াসেই জঙ্গিদের টার্গেট হয়ে যেত। ' শুধু পঞ্জাবেই নয়, গোটা দেশেই নানক এখন হিরো। যদিও এত দুঃসাহসিক কাজের পরেও এতটুকু অহংকার জন্মায়নি নানকের মনে। তাঁর কথায়, 'এটা আমার কর্তব্য। আমি ওই রুটে দীর্ঘ ৫ বছর ধরে বাস চালাচ্ছি।'
পঞ্জাবের গুরদাসপুরে তখন সবে জঙ্গি হামলা শুরু হয়েছে। জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালিয়ে হত্যালীলায় মগ্ন। ওই সময়েই ৭৫ জন যাত্রী নিয়ে ঘটনাস্থলে বাসচালক নানকচাঁদ শর্মা। জঙ্গিদের বন্দুকের নল তখন নানকের বাসের দিকে। চলছে গুলি। বাস থেকে নেমে পালিয়ে যাওয়ার কথা ভাবেননি তিনি। বরং ভাবতে শুরু করেন, কী ভাবে যাত্রীদের বাঁচাবেন। মাথা ঠান্ডা রেখে গতি বাড়ালেন বাসের। গুলির মধ্যে দিয়েই ছোটালেন বাস। সোজা নিকটবর্তী সরকারি হাসপাতাল।
বাসের ৭০ জন যাত্রীর মধ্যে কয়েকজনের শরীরে জঙ্গিদের গুলি ছুঁয়ে বেরিয়ে যায়। সব আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করেই পুলিশকে ফোন করেন নানক। নানকরে কথায়, 'আমার বাসে ৭৫ জন যাত্রী ছিলেন। আমি ভাবলাম এঁদের জীবন বাঁচানো আমার দায়িত্ব। তাই বাস থামাইনি। '
সোমবার বিকেল সাড়ে ৫টা নাগাদ হামলা চালায় জঙ্গিরা। সেই সময় অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দেন নানক। পঞ্জাব রোডওয়েজ-এর জেনারেল ম্যানেজারের কথায়, 'চালকের সাহসিকতার জন্যই এতগুলো জীবন বাঁচল। না-হলে যাত্রীরা অনায়াসেই জঙ্গিদের টার্গেট হয়ে যেত। ' শুধু পঞ্জাবেই নয়, গোটা দেশেই নানক এখন হিরো। যদিও এত দুঃসাহসিক কাজের পরেও এতটুকু অহংকার জন্মায়নি নানকের মনে। তাঁর কথায়, 'এটা আমার কর্তব্য। আমি ওই রুটে দীর্ঘ ৫ বছর ধরে বাস চালাচ্ছি।'
এই বাস ড্রাইভার জঙ্গিদের হাত থেকে বাঁচিয়েছেন ৭০ যাত্রীকে
Reviewed by Thailand Life
on
7:44 PM
Rating:
No comments: