অনলাইনে ঢালাও বিক্রি স্পার্ম, সৌজন্যে চিনা পুরুষরা

আপনি কখনও অনলাইনে কিছু কিনেছেন? আজকের ডিজিটাল মার্কেটের দুনিয়ায় এই প্রশ্ন করাই বৃথা। কিন্তু, আপনি কি কখনও অনলাইনে স্পার্ম কিনেছেন? এমনটাই হচ্ছে চিনে। একটি শপিং সাইটের মাধ্যমে স্পার্ম বেচছেন চিনের পুরুষরা।

প্রত্যেক শুক্রানুদাতাকে ৫০০ থেকে ৭০০ মার্কিন ডলার দিচ্ছে চিনের শপিং সাইট তাওবাও। আলিবাবার এই গ্লোবাল ট্রেড ওয়েবসাইটে শুধু শুক্রানু নয়, পাওয়া যাচ্ছে আরও সব অদ্ভুত জিনিস। তার মধ্যে রয়েছে মাতৃদুগ্ধের থেকে তৈরি সাবানও।
এই মুহূর্তে চিনের অন্যতম বড় সমস্যা যেখানে বন্ধ্যাত্ব, সেখানে এই সাইট অনেকের কাছেই আশীর্বাদের মতো। মাত্র ৪৮ ঘণ্টায় ২২,০০০ ক্রেতা আগ্রহ দেখিয়েছেন শুক্রানু কিনতে।


অনলাইনে ঢালাও বিক্রি স্পার্ম, সৌজন্যে চিনা পুরুষরা অনলাইনে ঢালাও বিক্রি স্পার্ম, সৌজন্যে চিনা পুরুষরা Reviewed by Thailand Life on 11:17 AM Rating: 5

No comments:

Powered by Blogger.