সমুদ্রসৈকত ফেরতের দাবি
সামনের তিন সপ্তাহ সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হল দক্ষিণ ফ্রান্সের ভালোরিস সমুদ্রসৈকত৷ কারণ, সৌদি আরবের রাজা সলমন সবান্ধবে এবং সপারিষদ ছুটি কাটাতে আসছেন এখানে৷ সেই কারণেই জনসাধারণের জন্য বন্ধ ভালোরিস৷ একে গরমটা এ বার ভালো ভাবেই পড়েছে, তার ওপর বন্ধ করে দেওয়া হয়েছে সমুদ্রসৈকত৷ তা-ও ভিনদেশি এক রাজার জন্য! না, এমন 'অব্যবস্থা' মেনে নেওয়া ধাতে নেই ফরাসিদের৷ শহরের মেয়রের কাছে তাই প্রতিবাদ জানিয়ে জমা পড়েছে এক লক্ষ সই৷ বিক্ষোভের খবর গিয়েছে খোদ প্রেসিডেন্টের কাছেও৷
দু'টি বোয়িং ৭৪৭-এ সৌদি আরবের রাজার সঙ্গী হয়ে ফ্রান্সে এসে পড়েছেন এক হাজার জন৷ এঁদের মধ্যে রাজার 'খাস লোক' হিসেবে ভালোরিসের বিভিন্ন ভিলায় থাকার ব্যবস্থা হয়েছে প্রায় ৩০০ জনের৷ দলের বাকি ৭০০ জনের থাকার ব্যবস্থা হয়েছে ওই শহরেরই আশপাশের বিভিন্ন হোটেলগুলিতে৷
এক সঙ্গে এত জন 'হাই প্রোফাইল' বোর্ডারকে পেয়ে ভালোরিস এবং ওই শহর সংলগ্ন হোটেলের মালিকরা অত্যন্ত খুশি৷ কিন্তু, সেই খুশির প্রভাব পড়েনি ওই অঞ্চলের বাসিন্দাদের ওপর৷ স্থানীয় বাসিন্দারা ভালোরিসের কাছে থাকার 'দুর্লভ ভাগ্য' সত্বেও রৌদ্রস্নান ও সমুদ্রের ঢেউ উপভোগ করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন৷ যাঁরা সপ্তাহান্তের ছুটি কাটাতে এখানে আসবেন ঠিক করেছিলেন, তাঁদের অন্য কোনও জায়গার কথা ভাবতে হয়েছে৷
সমুদ্রসৈকত থেকে সলমনের বাসস্থান পর্যন্ত সিমেন্টের একটি পথও তৈরি করা হয়েছে৷ যদিও সৌদিরা আশ্বাস দিয়েছেন, যাওয়ার আগে ওই সৈকতটি আগের মতোই করে দেওয়া হবে৷
দু'টি বোয়িং ৭৪৭-এ সৌদি আরবের রাজার সঙ্গী হয়ে ফ্রান্সে এসে পড়েছেন এক হাজার জন৷ এঁদের মধ্যে রাজার 'খাস লোক' হিসেবে ভালোরিসের বিভিন্ন ভিলায় থাকার ব্যবস্থা হয়েছে প্রায় ৩০০ জনের৷ দলের বাকি ৭০০ জনের থাকার ব্যবস্থা হয়েছে ওই শহরেরই আশপাশের বিভিন্ন হোটেলগুলিতে৷
এক সঙ্গে এত জন 'হাই প্রোফাইল' বোর্ডারকে পেয়ে ভালোরিস এবং ওই শহর সংলগ্ন হোটেলের মালিকরা অত্যন্ত খুশি৷ কিন্তু, সেই খুশির প্রভাব পড়েনি ওই অঞ্চলের বাসিন্দাদের ওপর৷ স্থানীয় বাসিন্দারা ভালোরিসের কাছে থাকার 'দুর্লভ ভাগ্য' সত্বেও রৌদ্রস্নান ও সমুদ্রের ঢেউ উপভোগ করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন৷ যাঁরা সপ্তাহান্তের ছুটি কাটাতে এখানে আসবেন ঠিক করেছিলেন, তাঁদের অন্য কোনও জায়গার কথা ভাবতে হয়েছে৷
সমুদ্রসৈকত থেকে সলমনের বাসস্থান পর্যন্ত সিমেন্টের একটি পথও তৈরি করা হয়েছে৷ যদিও সৌদিরা আশ্বাস দিয়েছেন, যাওয়ার আগে ওই সৈকতটি আগের মতোই করে দেওয়া হবে৷
সমুদ্রসৈকত ফেরতের দাবি
Reviewed by Thailand Life
on
12:55 PM
Rating:
No comments: