মালয়েশিয়া এয়ারলাইন্স-এর দুর্ঘটনাগ্রস্ত বোয়িং ৭৭৭ বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছে!
খোঁজ মিলতে পারে সেই এমএইচ৩৭০র
(MH370 May Be Found By Searching)
এই ঘটনার প্রতিক্রিয়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রজাক তাঁর ব্লগে লেখেন, 'এই ধরনের খবর আমরা আগেও পেয়েছি কিন্তু পরে তা অসত্য প্রমাণিত হয়েছে৷ আমার আশা এ বার সত্য উদ্ঘাটিত হবে এবং মৃতদের আত্মীয়পরিজন কিছুটা শান্তি পাবেন৷'
রজাক আরও বলেন, 'বিমানের যে ভগ্নাবশেষ পাওয়া গিয়েছে তা ফ্রান্সের তুলুজ-এ পরীক্ষার জন্য পাঠানো হবে৷' যে হেতু এই বোয়িং বিমানটি ছাড়া আর কোনও বিমান উধাও হওয়ার খবর নেই, তাই বিশেষজ্ঞরা এক রকম নিশ্চিত যে যন্ত্রাংশটি মালয়েশিয়ার বিমানটিরই৷
গত বছরের ৮ মার্চ, ২২৭ জন যাত্রী ও ১২ জন বিমানকর্মী নিয়ে বেজিংগামী মালয়েশিয়া এয়ারলাইন্স-এর ফ্লাইট এমএইচ ৩৭০ কুয়ালা লামপুর থেকে ওড়ার এক ঘন্টার মধ্যেই নিখোঁজ হয়ে যায়৷ সেই সময় থেকে এখনও পর্যন্ত, দশটি দেশ থেকে আসা তদন্তকারী দল বিমান ও জাহাজের মাধ্যমে অনুসন্ধান চালিয়েও এমএইচ ৩৭০ বা তার যাত্রীদের হদিশ দিতে পারেনি৷
ফ্রান্স এবং আমেরিকা থেকে তদন্তকারী দল ইতিমধ্যেই রিইউনিয়ন দ্বীপপুঞ্জে পৌঁছে গিয়েছে৷ অস্ট্রেলিয়ার পরিবহন মন্ত্রী ওয়ারেন ট্রাস বলেছেন, 'এখনই কোনও চূড়ান্ত ঘোষণার সময় আসেনি৷ কিন্তু আজকের ঘটনা তদন্তকে নিশ্চিতভাবে আরও গতি দিল৷'
মালয়েশিয়া এয়ারলাইন্স-এর দুর্ঘটনাগ্রস্ত বোয়িং ৭৭৭ বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছে!
Reviewed by Thailand Life
on
10:48 PM
Rating:
No comments: