মালয়েশিয়া এয়ারলাইন্স-এর দুর্ঘটনাগ্রস্ত বোয়িং ৭৭৭ বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছে!


খোঁজ মিলতে পারে সেই এমএইচ৩৭০র

(MH370 May Be Found By Searching)

প্রায় এক বছর চার মাস বাদে, মালয়েশিয়া এয়ারলাইন্স-এর দুর্ঘটনাগ্রস্ত বোয়িং ৭৭৭ বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছে৷ বৃহস্পতিবার, আফ্রিকার পূর্ব উপকূল ছাড়িয়ে ভারত মহাসাগরে রিইউনিয়ন দ্বীপপুঞ্জে, ছ'ফুট দীর্ঘ একটি বোয়িং ৭৭৭-এর 'ফ্ল্যাপেরন' বা ডানার পিছনের দিকের অংশ আবিষ্কৃত হওয়ার পর এই বিশ্বাসই দানা বাঁধছে৷ 

এই ঘটনার প্রতিক্রিয়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রজাক তাঁর ব্লগে লেখেন, 'এই ধরনের খবর আমরা আগেও পেয়েছি কিন্তু পরে তা অসত্য প্রমাণিত হয়েছে৷ আমার আশা এ বার সত্য উদ্ঘাটিত হবে এবং মৃতদের আত্মীয়পরিজন কিছুটা শান্তি পাবেন৷' 

রজাক আরও বলেন, 'বিমানের যে ভগ্নাবশেষ পাওয়া গিয়েছে তা ফ্রান্সের তুলুজ-এ পরীক্ষার জন্য পাঠানো হবে৷' যে হেতু এই বোয়িং বিমানটি ছাড়া আর কোনও বিমান উধাও হওয়ার খবর নেই, তাই বিশেষজ্ঞরা এক রকম নিশ্চিত যে যন্ত্রাংশটি মালয়েশিয়ার বিমানটিরই৷ 
গত বছরের ৮ মার্চ, ২২৭ জন যাত্রী ও ১২ জন বিমানকর্মী নিয়ে বেজিংগামী মালয়েশিয়া এয়ারলাইন্স-এর ফ্লাইট এমএইচ ৩৭০ কুয়ালা লামপুর থেকে ওড়ার এক ঘন্টার মধ্যেই নিখোঁজ হয়ে যায়৷ সেই সময় থেকে এখনও পর্যন্ত, দশটি দেশ থেকে আসা তদন্তকারী দল বিমান ও জাহাজের মাধ্যমে অনুসন্ধান চালিয়েও এমএইচ ৩৭০ বা তার যাত্রীদের হদিশ দিতে পারেনি৷ 



ফ্রান্স এবং আমেরিকা থেকে তদন্তকারী দল ইতিমধ্যেই রিইউনিয়ন দ্বীপপুঞ্জে পৌঁছে গিয়েছে৷ অস্ট্রেলিয়ার পরিবহন মন্ত্রী ওয়ারেন ট্রাস বলেছেন, 'এখনই কোনও চূড়ান্ত ঘোষণার সময় আসেনি৷ কিন্তু আজকের ঘটনা তদন্তকে নিশ্চিতভাবে আরও গতি দিল৷'
মালয়েশিয়া এয়ারলাইন্স-এর দুর্ঘটনাগ্রস্ত বোয়িং ৭৭৭ বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছে! মালয়েশিয়া এয়ারলাইন্স-এর দুর্ঘটনাগ্রস্ত বোয়িং ৭৭৭ বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছে! Reviewed by Thailand Life on 10:48 PM Rating: 5

No comments:

Powered by Blogger.