নিয়মিত ফেসবুক ব্যবহার করতেন রুম্পা । এক দিন হঠাৎ দেখেন, তাঁর মুখের সঙ্গে অশালীন দেহের ছবি জুড়ে একটা ছবি ছড়িয়ে পড়ছে ইন্টারনেটে, বহু লোকের ফেসবুকে। কী করে এমন ঘটল, কী করে আটকানো যায়, জানতে পুলিশের দ্বারস্থ হলেন রুম্পা। জানলেন, তাঁর ফেসবুক থেকে ওই ছবি তুলে এমন কাণ্ড ঘটিয়েছে তাঁরই প্রতিবেশী একটি ছেলে। পুলিশের সাইবার ক্রাইম বিভাগ কম্পিউটারের সূত্র ধরে ছেলেটিকে ধরল ঠিকই, কিন্তু রুম্পা এই অভিজ্ঞতা ভুলতে পারছেন না। ফেসবুক থেকে তথ্য বা ছবি তুলে যাতে আপনাকে কেউ বিপদে ফেলতে না পারে, তার ব্যবস্থা জানানো হল।

যা যা করবেন

 বন্ধুর সংখ্যা নির্দিষ্ট রাখবেন।

 অক্ষর ও নম্বরে পাসওয়ার্ড (সোমা ৩৫৯এ) ব্যবহার করুন।
 কয়েক দিন পরপর পাসওয়ার্ড বদলান।
 শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেই ছবি বা তথ্য শেয়ার করুন।
 অ্যান্টিভাইরাস ব্যবহার করুন।

যা যা করবেন না

 অচেনাকে বন্ধু করবেন না।

 ব্যক্তিগত তথ্য, ফোন নম্বর বা ছবি আপলোড করবেন না।
 কম্পিউটর বা অন্যের মোবাইলে অনলাইন হবেন না।
 যাচাই না করে কোনও অ্যাপস ডাউনলোড বা ফেসবুকে গেম খেলবেন না।
 মোবাইল হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে ফেসবুকের পাসওয়ার্ড বদলে দিন।