রোবটের Duel, মুখোমুখি আমেরিকা-জাপান

এতকাল কল্পবিজ্ঞানের দুনিয়ায় ছিল তাদের অনায়াস বিচরণ। এবার বাস্তব পৃথিবীতেও শুরু হল যন্ত্রের দাপট। কিছু দিনের মধ্যেই শুরু হতে চলেছে দুই মার্কিন ও জাপানি রোবোট দৈত্যের ডুয়েল। 

আমেরিকান সংস্থা মেগাবটস-এর চ্যালেঞ্জ গ্রহণ করেছে জাপানি রোবোটিকস ফার্ম সুইদোবাশি হেভি ইন্ডাসট্রিজ। পৃথিবীর বুকে এই প্রথম তাদের তৈরি দৈত্যাকৃতি দুই রোবটের লড়াই চাক্ষুস করতে চলেছেন দর্শক। দুই সংস্থাই কয়েকশো টন ওজনের বিরাট যন্ত্রমানব তৈরিতে দড়। যন্ত্রের ভিতর বসে তাকে নিয়ন্ত্রণ করেন অবশ্য মানুষ অপারেটররা। 

রোবট যুদ্ধের পিছনে রয়েছে সুপরিকল্পিত বিপণন স্ট্র্যাটেজি। আসলে বাজারে নতুন পণ্য মেগাবট মার্ক ২ আনার আগে প্রোমোশনের জন্যই করা হয়েছে এই সংঘর্ষের আয়োজন। মেগাবট মার্ক ২ সম্পর্কে মার্কিন সংস্থা জানিয়েছে, আমেরিকার প্রথম সম্পূর্ণ কার্যকরী দৈত্যাকৃতির নিয়ন্ত্রিত রোবট। এই যন্ত্রমানবের সংগ্রহে রয়েছে বেশ কিছু শক্তিশালী কামান যার সাহায্যে ঘণ্টায় ১৬০.৯৩৪৪ কিলোমিটার গতিতে একাধিক রঙের গোলা ছোঁড়া যায়। 

মার্কিনদের চ্যালেঞ্জ পেয়ে প্রথমে অবাক হয়েছিলেন সুইদোবাশি-র প্রতিষ্ঠাতা তথা সিইও
কোগোরো কুরাতা। তবে তা সঙ্গে সঙ্গে গ্রহণ করে তিনি মেগাবট-এর অস্ত্র সম্ভার নিয়ে উল্টে টিপ্পনি কাটেন। কুরাতা তাঁর সহকর্মীদের লড়াকু মেজাজ উস্কে দিয়ে ভিডিও বার্তায় জানিয়েছেন, 'এসো বন্ধুরা, ব্যাপারটা জমিয়ে দেওয়া যাক। বিশাল আকারের কিছু তৈরি করে তাতে কিছু কামান গুঁজে দিলেই কেল্লাফতে করা যায় না। এই বুদ্ধি ছাপ্পামারা আমেরিকান না হয়ে যায় না।' একই সঙ্গে কুরাতা জানাতে ভোলেননি, ১৯৬৪ সালে জাপানি সিরিয়ালেই প্রথম দর্শন মেলে রোবট দৈত্য জাইগ্যান্টার-এর। 

ক্ষমতার মাপকাঠিতে যুযুধান দুই রোবট কেউ কারও কম যায় না। মেগাবট মার্ক ২ লম্বায় ১৫ ফিট। ট্যাঙ্ক ট্রিডের উপর ভর করে তার নড়নচড়ন। অন্যদিকে, সুইদোবাশির মেক-এর উচ্চতা ১৩ ফিট। দুই জোড়া ঘুরন্ত চাকার উপর দাঁড়িয়ে ইচ্ছে মতো দিক ও গতি পরিবর্তন করতে পারে সে। মেগাবট মার্ক ২ তৈরি করতে খরচ পড়েছে ১,৭৫,০০০ ডলার, তার ওজন প্রায় ৫৪৪৩ কিলোগ্রাম। মেক-এর নির্মাণ খরচ ১০,০০,০০০ ডলার, ওজন প্রায় ৪০৮২ কিলোগ্রাম। 

মেগাবট-এর সহ-প্রতিষ্ঠাতা জিউই কাভালকান্তি স্বীকার করেছেন, 'এই মুহূর্তে সুইদোবাশি আমাদের চেয়ে গতিতে প্রায় তিন গুণ এগিয়ে। তবে এখনও সময় রয়েছে। মনে হয় আমরা ওদের ধরে ফেলব।' 

কোথায় ও কবে অনুষ্ঠিত হবে এই মহা সংগ্রাম?
কতক্ষণ ধরে চলতে পারে ডুয়েল? 

জানা গিয়েছে, নিরপেক্ষ ভূমিতেই মুখোমুখি হবে রোবট দৈত্যেরা। তবে লড়াইয়ের সঠিক তারিখ ও সময় এখনও নির্ধারিত হয়নি। মনে করা হচ্ছে, একাধিক রাউন্ড ধরে চলবে যন্ত্রমানবদের মর্যাদার মোকাবিলা। আপাতত শুধু রুদ্ধশ্বাস অপেক্ষা।

রোবটের Duel, মুখোমুখি আমেরিকা-জাপান রোবটের Duel, মুখোমুখি আমেরিকা-জাপান Reviewed by Thailand Life on 2:36 AM Rating: 5

No comments:

Powered by Blogger.