লাভ লেটার!!!

সোনা,
আমার তোমার কাছে একটা ছোট্ট কনফেশন আছে। প্যরাগুয়ের সাথে খেলায় যে আমরা হেরে যাব, এ কথা আমি খেলার আগের দিনই তোমাকে বলেছিলাম। আর হলও তাই। তা সত্ত্বেও ভাঙা মন
নিয়ে স্বাভাবিকতার মুখোশ পরে তোমার সাথে
অলিতে বসে কেন 'মেসি বর্তমানের সেরা ফুটবলার', সেই নিয়ে আলোচনাও করেছি। তোমার রাজপুত্রের পায়ের কাছে প্যারাগুয়ের খেলোয়াড়দের ছিটকে
ছিটকে পড়তে দেখে মনে মনে ভেবেছি প্যারাগুয়ের কাছে হেরে ভালোই হয়েছে বাবা, নইলে আবার ছ'গোলে হারতে হলে ডিপ্রেশনে চলে যেতাম (সাত পাঁচের ক্ষতের দাগই এখনও মেলায়নি)।
তোমার দল ফাইনালে ওঠায় তোমাকে অভিনন্দন জানিয়েছি, খেলা শুরুর আগে প্রথা মেনে হোয়াটস্যাপে বেস্ট অফ লাক পাঠাতেও ভুলিনি। বিশ্বাস করো, এসবই আমি মন থেকে করেছি। মনে মনে
বিশ্বাসও করেছি তোমরাই জিতবে। প্রায় শিওরই ছিলাম জিতবে। কিন্তু সেদিন যে কী হলো আমার কে জানে...সত্তর পঁচাত্তর মিনিট অবধি দেখেই ঘুমে ঢলে পড়লাম। চোখ যখন খুলল তখন সকাল
আটটা। রবিবার। হাসি হাসি মুখ করে জিলিপির ঠোঙা নিয়ে দাঁড়িয়ে থাকা ভাই ব্যঙ্গের হাসি হেসে বলল "কাল দেখতে পারিসনি তো? হুহ জানাই ছিল! যাকগে কী হয়েছে জানিস? টাই ব্রেকারে চিলে
৪-১ এ হারিয়ে দিয়েছে ওদের।"
messi.jpeg

আর ঠিক তখনই সোনা, এক মুহুর্তের দুর্বলতায় নিজের ইমপালসের কাছে হেরে গেলাম।
ঘুম চোখে তিরিশ সেকেন্ড ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে এক কদর্য অশালীন অট্টহাসিতে ফেটে পড়লাম। দুলে দুলে হাততালি দিয়ে পাগলের মতো "সেকি...ও মাই গড...সেকি...ও মাই গড" বলতে বলতে হাসতে হাসতে টের পাই মাথার ভেতরে দীপ জ্বেলে যাই-এর সুচিত্রা চিৎকার করে বলছে 'আমি অভিনয় করতে পারি না...'
নিজের এই নীচ আচরণের জন্য আমি লজ্জিত বাবু। পারলে আমাকে ক্ষমা করে দিও। কথা দিচ্ছি তোমাদের ভবিষ্যতের প্রত্যেকটি পরাজয়ে আমি নিজেকে কন্ট্রোলে রাখব। স্পোর্টসম্যান স্পিরিটের দিব্বি।
- ইতি তোমার
হলদে সবুজ ওরাং ওটাং
লাভ লেটার!!! লাভ লেটার!!! Reviewed by Thailand Life on 8:14 AM Rating: 5

No comments:

Powered by Blogger.