৮০ লক্ষ টাকার ফ্ল্যাটে থাকেন যে ভিখারি!
ভিখারির সংজ্ঞা কী? এক কথায় সকলেই বলবেন, যিনি পথে-ঘাটে, বা বাড়িতে বাড়িতে চেয়েচিন্তে দিন গুজরান করেন। ইনি চেয়েচিন্তে দিন গুজরান করেন ঠিকই, তবে এঁকে ঠিক ভিখারি বলা যায় কিনা তা নিজেরাই ঠিক করুন। নাম ভরত জৈন। থাকেন মুম্বইয়ের একটি ফ্ল্যাটে যার দাম ৮০ লক্ষ টাকা। এখনই চমকে যাবেন না, আরও আছে। ইনি মাসে প্রায় ৭৫ হাজার টাকা ভিক্ষা করে রোজগার করেন!
খবরটি পড়ে অনেকেই ভাববেন, এটি ভুয়ো। কিন্তু ঘটনা একেবারেই সত্যি। স্ত্রী, দুই ছেলে, বাবা এবং ভাইকে নিয়ে তিনি ওই ফ্ল্যাটে থাকেন। দিনে ৮-১০ ঘণ্টা ছত্রপতি শিবাজি টার্মিনাস বা আজাদ ময়দান চত্বরে ভিক্ষে করতে দেখা যায় এঁকে। এই সময়ের মধ্যেই আড়াই হাজার টাকা পকেটে চলে আসে ভরতের। ভাবতে অবাক লাগে, দেশের অনেক মানুষ আছেন, যাঁরা সারা মাসেও আড়াই হাজার টাকা রোজগার করতে পারেন না। অনেক লোকের কথা বাদ দিন, ভারতের কোনও মুখ্যমন্ত্রী মাসে ৭৫ হাজার টাকা বেতন পান না।
ভরত জানিয়েছেন, ভান্ডুপে তাঁর একটি দোকান ঘরও রয়েছে। তবে সেটা মাসিক ১০ হাজার টাকা ভাড়ায় দেওয়া রয়েছে। সেখান থেকেও রোজগার হয় তাঁর। দুই ছেলের মধ্যে এক জন দ্বাদশ ও অন্য জন দশম শ্রেণিতে পড়াশোনা করে। আপাতত সমীক্ষা করে দেশে এমন 'ধনী' ভিখারি পাওয়া যায়নি। ভরত-ই দেশের সব থেকে ধনী ভিখারি।
খবরটি পড়ে অনেকেই ভাববেন, এটি ভুয়ো। কিন্তু ঘটনা একেবারেই সত্যি। স্ত্রী, দুই ছেলে, বাবা এবং ভাইকে নিয়ে তিনি ওই ফ্ল্যাটে থাকেন। দিনে ৮-১০ ঘণ্টা ছত্রপতি শিবাজি টার্মিনাস বা আজাদ ময়দান চত্বরে ভিক্ষে করতে দেখা যায় এঁকে। এই সময়ের মধ্যেই আড়াই হাজার টাকা পকেটে চলে আসে ভরতের। ভাবতে অবাক লাগে, দেশের অনেক মানুষ আছেন, যাঁরা সারা মাসেও আড়াই হাজার টাকা রোজগার করতে পারেন না। অনেক লোকের কথা বাদ দিন, ভারতের কোনও মুখ্যমন্ত্রী মাসে ৭৫ হাজার টাকা বেতন পান না।
ভরত জানিয়েছেন, ভান্ডুপে তাঁর একটি দোকান ঘরও রয়েছে। তবে সেটা মাসিক ১০ হাজার টাকা ভাড়ায় দেওয়া রয়েছে। সেখান থেকেও রোজগার হয় তাঁর। দুই ছেলের মধ্যে এক জন দ্বাদশ ও অন্য জন দশম শ্রেণিতে পড়াশোনা করে। আপাতত সমীক্ষা করে দেশে এমন 'ধনী' ভিখারি পাওয়া যায়নি। ভরত-ই দেশের সব থেকে ধনী ভিখারি।
৮০ লক্ষ টাকার ফ্ল্যাটে থাকেন যে ভিখারি!
![৮০ লক্ষ টাকার ফ্ল্যাটে থাকেন যে ভিখারি!]() Reviewed by Thailand Life
        on 
        
8:32 AM
 
        Rating:
 
        Reviewed by Thailand Life
        on 
        
8:32 AM
 
        Rating: 

 
 
No comments: