অবিশ্বাস্য সত্যি! কানাডায় জুরাসিক-যুগের গন্ডার

ইয়াব্বড়ো সিংওয়ালা সে ডাইনোসর! বিজ্ঞানীরা বলছেন, 'ওয়েন্ডিকেরাটপস'। এত এত দিন পর, এতগুলো বছর পেরিয়ে, কানাডার আলবের্তায় বুধবার আচমকাই সন্ধান মিলল ডাইনোসরকুলের এই জাতভাইয়ের। ডাইনোসরকুলের নয়া এই সদস্যের নাম দেওয়া হয়েছে Wendiceratops pinhornensis, যার সঙ্গে অনেকটাই মিল রয়েছে 'ট্রাইকেরাটপস'-এর। মনে করা হচ্ছে,
ওয়েন্ডিকেরাটপস' হল 'ট্রাইকেরাটপস'-এর পূর্বসূরি। 



রয়াল অনটারিও মিউজিয়মের একটি দল ডাইনোসর পরিবারের নয়া এই সদস্যের জীবাশ্ম উদ্ধার করে। মিলেছে অবিকৃত কঙ্কাল। বিজ্ঞানীরা জানাচ্ছেন, ওয়েন্ডিকেরাটপস প্রায় ২০ ফুট দীর্ঘ। আর ওজন? গবেষকদের ধারণা, এক টনের কম তো নয়ই। 

বিজ্ঞানীদের বক্তব্য অনুযায়ী, ৭ কোটি ৯০ লক্ষ বছর আগে দুনিয়া দাপিয়ে বেড়াত 'ট্রাইকেরাটপস'-এর এই পূর্বসূরিরা। তাঁরা জানান, এখনও পর্যন্ত সিং-সমৃদ্ধ
যত ডাইনোসরের অস্তিত্বের সন্ধান মিলেছে, এরা বয়সে সবচেয়ে প্রবীণ। এমনকী সবচেয়ে জনপ্রিয় ট্রাইকেরাটপসের থেকেও। 


জীবাশ্ম দেখে গবেষকদের অনুমান, এদের নাকটিও ছিল বেশ বড়। সর্বাসাধারণের কাছে প্রদর্শনের জন্য এটি রাখা হয়েছে রয়াল অনটারিও মিউজিয়ামে।
অবিশ্বাস্য সত্যি! কানাডায় জুরাসিক-যুগের গন্ডার অবিশ্বাস্য সত্যি! কানাডায় জুরাসিক-যুগের গন্ডার Reviewed by Thailand Life on 6:16 AM Rating: 5

No comments:

Powered by Blogger.