রাতারাতি পাল্টে গেছে facebook, জানেন কি?
ছবি দেখে বুঝতে পারছেন কি, কোথায় বদলে গিয়েছে ফেসবুকের লোগো?
সারাদিন ধরে ফেসবুকে মুখ লুকিয়ে থাকেন যাঁরা, তাঁরাও বলতে পারবেন কিনা সন্দেহ আছে। তবে চেষ্টা করতে ক্ষতি কী?
সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলার পর, ২০০৫ সালে ফেসবুকের লোগোতে প্রথম পরিবর্তন আনা হয় ফেসবুকে। তারপর এখন। বিশেষ কিছু নয়। facebook শব্দের মধ্যে শুধু a ও b অক্ষর দুটির স্টাইল চেঞ্জ করা হয়েছে।
ফেসবুকের প্রথম অক্ষর F, সাধারণত মোবাইল অ্যাপ ও প্রোফাইল ছবিতে দেখা যায়। তবে এতে কোনও পরিবর্তন আনা হয়নি।
সারাদিন ধরে ফেসবুকে মুখ লুকিয়ে থাকেন যাঁরা, তাঁরাও বলতে পারবেন কিনা সন্দেহ আছে। তবে চেষ্টা করতে ক্ষতি কী?
সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলার পর, ২০০৫ সালে ফেসবুকের লোগোতে প্রথম পরিবর্তন আনা হয় ফেসবুকে। তারপর এখন। বিশেষ কিছু নয়। facebook শব্দের মধ্যে শুধু a ও b অক্ষর দুটির স্টাইল চেঞ্জ করা হয়েছে।
রাতারাতি পাল্টে গেছে facebook, জানেন কি?
Reviewed by Thailand Life
on
2:12 AM
Rating:
No comments: